এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) বিকেলে শিলংয়ে পৌঁছেছে।
বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘন্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল চারটায় শিলং বিমানবন্দর পৌছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলের উদ্দেশ্যে রয়েছেন জামাল-হামজারা।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। তিনি ১৭ মার্চ সিলেট পৌছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে টিমে যোগ দেন। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।
ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেও বাংলাদেশের কোচ দল চুড়ান্ত করতে পারেননি। ২৪ জন ফুটবলার ভারত গেছেন। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে আরো একজন বাদ পড়বেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :