AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলকে জেতালেন ভিনিসিয়ুস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৮ এএম, ২১ মার্চ, ২০২৫
ব্রাজিলকে জেতালেন ভিনিসিয়ুস

নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা চলছিল অতিরিক্ত সময়ে। এ পর্যন্ত দুই দলের স্কোর ছিল ১-১ এ সমতা। তাতে ব্রাজিলের ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ছিল স্রেফ কয়েক মিনিটের ব্যাপার। দলের বিপদের মুহূর্তে ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভাগ‍্যেরও একটু ছোঁয়া পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারাল ব্রাজিল। 

ভিনির শটে বলটা শুধু জালে প্রবেশই করল না, নিশ্চয়তা দিয়ে দিল ব্রাজিলের জয়েরও। ১০ মিনিট অতিরিক্ত সময় পাওয়া ম্যাচটির বাকি তখন মাত্র দেড় মিনিটের মতো। শেষ পর্যন্ত ২ মিনিটের মতো সময় অনায়াসেই কাটিয়ে দিয়েছে ব্রাজিল।

ব্রাজিল ম্যাচটি জিতেছে ২-১ গোলে। এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের ৭ নম্বর থেকে এক লাফে দুইয়ে উঠে এল তারা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট তাদের, এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।

ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে পেনাল্টির মাধ্যমে ৬ মিনিটের মধ্যেই গোলের খাতায় নাম তুলেছিল স্বাগতিক দল। এই গোলটা ভিনিসিউস না করলেও তার অবদান আছে, পেনাল্টিটা তিনিই জিতে দিয়েছিলেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে ডি বক্সে ঢুকে পড়া ভিনিকে ফেলে দেন ডানিয়েল মুনজ। রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন।

Brazil vs. Colombia Soccer: Watch World Cup Qualifier Live Online Free

বিরতির আগেই কলম্বিয়া ব্যবধান কমিয়ে সমান করে ফেলে। ৪১ মিনিটে লুইস দিয়াজের শট অ্যালিসনকে কোনো সুযোগ না দিয়েই জালে প্রবেশ করে। এই গোল বিরতির পর ম্যাচ জমিয়ে ‍তুলে।

দ্বিতীয়ার্ধে একগাদা আক্রমণ করেও গোলের ‍মুখ দেখছিল না ব্রাজিল, কলম্বিয়ারও কয়েকটি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর ৯৯ মিনিটে ভিনিসিউসের ওই গোল। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (২৬ মার্চ) ভোরে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে দলটি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চের সুপার ক্লাসিকোর আগে প্রস্তুতিটা সেরে রাখল সেলেসাওরা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া নেমে গেল ৬ এ। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে। বাংলাদেশ সময় শনিবার সকালে মুখোমুখি হবে তারা। চিলিকে হারিয়ে চারে উঠে এসেছে প‍্যারাগুয়ে। ১৩ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে পিছিয়ে দলটি।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!