AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে প্রথম নারী সভাপতি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১১ পিএম, ২১ মার্চ, ২০২৫
আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে প্রথম নারী সভাপতি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী ও দেশটির সাবেক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রি। সংস্থাটির ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী ও প্রথম আফ্রিকান সভাপতি হলেন ৪১ বছর বয়সী সাবেক এই অ্যাথলেট।

বৃহস্পতিবার (২০ মার্চ) গ্রিসে আইওসি‍‍`র নির্বাচনে প্রথম রাউন্ডে ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন দুইবারের অলিম্পিকস সোনা জয়ী কভেন্ট্রি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেনের হুয়ান আন্তোনিও সামারা ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন।

আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে ক্রিস্টি কভেন্ট্রি স্থলাভিষিক্ত হবেন টমাস বাখের, যিনি ২০১৩ সাল থেকে আইওসির সভাপতির দায়িত্বে ছিলেন। আইওসির দশম সভাপতির দায়িত্ব নেওয়া কভেন্ট্রি অন্তত আগামী আট বছরের জন্য এই পদে থাকবেন।

সাবেক অলিম্পিয়ান কভেন্ট্রি অংশ নিয়েছেন সিডনি ২০০০ থেকে টানা পাঁচ আসরে। এর মধ্যে ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ জেতেন ৩টি পদক, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি। দুটি সোনাই ছিল ২০০ মিটার ব্যাকস্ট্রোকে।

২০১৬ রিও অলিম্পিক খেলে যখন অবসর নেন, তখনো যৌথভাবে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী নারী সাঁতারু ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি থেকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি নেওয়া কভেন্ট্রি খেলার ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন। ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!