প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জাপান। বৃহস্পতিবার ডাইডি কামাডা ও টাকেফুসা কুবোর দ্বিতীয়ার্ধের গোলে বাহরাইনকে পরাজিত করে বাছাইপর্বের বাঁধা উন্নীত হয় ব্লু সামুরাইরা।
এশিয়ান বাছাইপর্বে সি-গ্রুপে সেইতামা স্টেডিয়ামে স্বাগতিক জাপান শুরু থেকে খুব একটা জ্বলে উঠতে পারেনি। ৬৬ মিনিট ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জাপানকে এগিয়ে দেয়। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কুবো। আর এই দুই গোলেই আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকেট পায় জাপান।এনিয়ে টানা অষ্টমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ান পরাশক্তিরা।
ম্যাচ শেষে উচ্ছসিত কুবো বলেছেন, ‘ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে বিশ্বকাপের টিকেট পেয়ে দারুন স্বস্তিবোধ করছি। এটাই আমাদের শেষ লক্ষ্য নয়। বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই।’
এই গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৫-১ গোলে ইন্দোনেশিয়াকে বিধ্বস্ত করেছে। এর ফলে বাহরাইনের সাথে ড্র করতে পারলেও জাপানের বিশ্বকাপে খেলা নিশ্চিত হতো।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :