শনিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ। তবে ক্রিকেট অনুরাগীদের উত্তেজনায় জল ঢেলে দিতে পারে প্রকৃতি।
কলকাতায় গত দু-এক দিন ধরেই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনের কারণে ২২ মার্চ পর্যন্ত কলকাতায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
ম্যাচের আগের দিন কেকেআর ও আরসিবির অনুশীলন বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য। ম্যাচের দিন সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। বৃষ্টিও পড়ছে কয়েক ফোঁটা। স্বাভাবিকভাবেই ইডেনের কেকেআর বনাম আরসিবি হাই-ভোল্টেজ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের মঞ্চ কাঁপানোর কথা। বৃষ্টি হলে ইডেনের দর্শকদের মনোরঞ্জনের সেই উপকরণও হাতছাড়া হবে সন্দেহ নেই।
শনিবার কলকাতায় কোন সময়ে বৃষ্টির সম্ভাবনা কতটা
সকাল ১০টা - ৪৯ শতাংশ।
বেলা ১১টা - ৬৬ শতাংশ।
দুপুর ২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত - ২০ শতাংশ।
সন্ধ্যা ৬টা - ১৬ শতাংশ।
সন্ধ্যা ৭টার পরে - ৭ শতাংশ।
কলকাতায় শনিবার সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আশার কথা হল, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা কম। বেশি রাতের দিকে বৃষ্টিতে ভিজতে পারে ইডেন গার্ডেন্স। তবে ততক্ষণে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারে। অবশ্য ম্যাচের মাঝে বৃষ্টি বাধ সাধলে খেলা বিলম্বিত হবে সন্দেহ নেই।
ইডেন গার্ডেন্সের নিকাশি ব্যবস্থা অবশ্য বেশ ভালো। বৃষ্টির আগে থেকেই সারা মাঠ ঢাকা দেওয়া থাকে। তাই ম্যাচের শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত বৃষ্টি হলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারে। ম্যাচের মাঝে হালকা বৃষ্টি নামলে পুনরায় খেলা শুরু করতে বিশেষ সময় লাগবে না। কেননা পুরো মাঠ ঢাকা দেওয়ার ব্যবস্থা থাকায় তড়িঘড়ি খেলা শুরু করা যায় ইডেনে।
তাছাড়া ম্যাচের মাঝে বৃষ্টি নামলে যদি বেশ কিছুটা সময় নষ্ট হয়, তবে ওভার কমিয়ে ছোট করা হতে পারে খেলা। ডাকওয়ার্থ-লুইস নিয়ম কার্যকরী হতে পারে ভেবেই আইপিএল দলগুলি সেই মতো গেম প্ল্যান সাজাতে পারে। ইডেনের পিচে পেসারদের জন্য সাহায্য থাকে। তাই আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দলগুলি বাড়তি পেসার নিয়ে মাঠে নামতে পারে এবং সেই মতো গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিতে পারে টস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :