শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের দুর্দান্ত জয় যদি উৎফুল্ল করে থাকে ক্রিকেটপ্রেমীদের, তবে একটি হতাশাজনক খবরও সামনে আসে, যা পাক সমর্থকদের মাথা নীচু করে দেবে নিশ্চিত।অভিজ্ঞ পাক সাংবাদিক ওয়াহিদ খান তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমন একটি ঘটনার কথা সামনে নিয়ে আসেন, যা নিয়ে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এমন ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
আসলে সংশ্লিষ্ট পাক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জানান যে, গত বছর টি-২০ বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেট দল যখন আমেরিকায় ছিল, এক প্রথম সারির পাক ক্রিকেটার নিউ জার্সির একটি দোকান থেকে ৩টি ব্যাট কেনেন। দোকানের মালিক নিউ ইয়র্কে গিয়ে নিজে সেই ব্যাট দিয়ে আসেন ক্রিকেটারকে। যদিও এখনও তিনি ব্যাটের টাকা পাননি সেই ক্রিকেটারের কাছ থেকে। এমনও অভিযোগ তোলা হয় যে, সেই ক্রিকেটার এখন আর দোকান মালিকের ফোনই ধরছেন না।

যদিও ওয়াহিদ খান স্পষ্ট করে জানাননি যে, কোন পাক ক্রিকেটার এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে সুপারস্টার কোনও ক্রিকেটারই যে এমন ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাতে কোনও সন্দেহ নেই। কেননা অপর এক টুইটার ব্যবহারকারী ওয়াহিদের টুইটের প্রতিক্রিয়ায় লেখেন যে, জাতীয় দলের হয়ে যারাই খেলেন, তারা প্রত্যেকেই জনপ্রিয় খেলোয়াড়। যার প্রতিক্রিয়ায় ওয়াহিদ বিস্ময় প্রকাশ করে পালটা জানতে চান যে, সত্যিই কি সবাই জনপ্রিয়?
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :