AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের মাঠ নিয়ে বাংলাদেশ কোচের অসন্তোষ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৮ পিএম, ২২ মার্চ, ২০২৫
ভারতের মাঠ নিয়ে বাংলাদেশ কোচের অসন্তোষ

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ২০ মার্চ ভারতের শিলংয়ে পৌঁছায় বাংলাদেশ। বড় ম্যাচকে সামনে রেখে আজ প্রথম অনুশীলন করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে প্রথম অনুশীলন শেষে মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ। 

শিলংয়ের উত্তর-পূর্ব পাবর্ত্য বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে মাঠ নিয়ে বাংলাদেশ কোচ ক্যাবরেরা বলেন, ‍‍`অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমরা মানিয়ে নিতে পেরেছি। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মনিয়ে নেয়ার।‍‍`    

তবে মাঠের বিষয়টি এটি কোচ বা খেলোয়াড়দের হাতে নেই। ফেডারেশন এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কোচ, ‍‍`আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।‍‍` 

ভারত ম্যাচকে সামনে রেখে এর আগে সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ। তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড়-কোচদের কাছে ছিল বিশ্বমানের। সেখান থেকে এসে ভারতে খেলতে সমস্যায় পড়তে হয়েছে দলকে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে জওহররাল স্টেডিয়ামের ম্যাচটি হবে। ঐ স্টেডিয়ামের মাঠ টার্ফের। 

টার্ফে খেলার খুব একটা অভ্যাস নেই বাংলাদেশের খেলোয়াড়দের। তাই এটিতে খেলোয়াড়দের খানিকটা সমস্যা হতে পারে বলে মনে করছেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

অনুশীলনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‍‍`টার্ফ হলে একটু সমস্যা হতে পারে। খেলার আগে আমরা সেখানে (টার্ফে) প্র্যাকটিস করব।‍‍` তবে দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে ইতিবাচক হিসেবে দেখছেন রাকিব,  ‍‍`হামজা দলে থাকায় বাড়তি অনুপ্রেরনা পাচ্ছে দল। অন্তত তার জন্য, হলেও ভালো ম্যাচ খেলার প্রত্যয় সতীর্থদের।‍‍`

ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবেন ম্যাচের আগেরদিন।বাংলাদেশের বড় চিন্তা স্কোরিং। দলে স্ট্রাইকার শঙ্কট। তবে মাঝমাঠে হামজা, জামালের সাথে স্কোয়াডে আছেন আরও ৭ মিডফিল্ডার। গোল করতে অবদান রাখতে হবে তাদেরও।


একুশে সংবাদ/ এস কে

Link copied!