বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার (২১ মার্চ) ঘরের মাঠ ব্রাসেলিয়ার বিআরবি গারিঞ্চা স্টেডিয়ামে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতেছে সেলেসাওরা।
আগামী বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সকালে বুয়েন্স আইরেসে সুপার ক্লাসিকোয় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সে ম্যাচের আগে বড় ধাক্কাই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সবশেষ কলম্বিয়া ম্যাচে আলিসন বেকারের সঙ্গে চোটে ছিটকে গেছেন গেরসন। এছাড়া একাধিক কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন গাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস। তাদের পরিবর্তে নতুন করে ৪ জনকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ দরিভাল জুনিয়র।
শুক্রবার (২১ মার্চ) রাতেই এ বিষয়ে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দলে এসেছেন মিডিফল্ডার জোয়াও গোমেজ, এদেরসন এবং ডিফেন্ডার বেরালদোও। এছাড়া অ্যালিসনের জায়গায় নেয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।
বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করবে। ১৩ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :