AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধাক্কা কাটিয়ে হার্দিক এখন আরও শক্তিশালী!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০০ পিএম, ২২ মার্চ, ২০২৫
ধাক্কা কাটিয়ে হার্দিক এখন আরও শক্তিশালী!

আগামীকাল অর্থাৎ রবিবার আইপিএল ২০২৫ অভিযান শুরু করছে গতবারের প্লে অফে না থাকা দুই দল। একদম মুম্বাই ছিল লিগ টেবিলের একদম শেষ স্থানে, আর চেন্নাই সুপার কিংস শেষ মূহূর্তে আরসিবির বিপক্ষে হেরে ছিটকে গেছিল। এবার অবশ্য দুই দলই নিজেদেরকে গুছিয়ে নিয়ে নামছে ময়দানে। দুই দলের ঝুলিতেই রয়েছে পাঁচটি করে আইপিএলের শিরোপা। গতবার হার্দিক পাণ্ডিয়ার খারাপ সময়ের কথাই এবার তুলে ধরলেন মুম্বাইয়ের প্রাক্তন কোচ মার্ক বাউচার।

এবছর আইপিএলে মুম্বাইয়ের ব্যাটন হাতে উঠেছে মাহেলা জয়বর্ধনে। তিনি সামলাচ্ছেন এমআইয়ের ড্রেসিংরুম। গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে বারবার সমস্যার কথা সামনে এসেছিল হার্দিক অধিনায়ক হওয়ার পর থেকে। কারণ যে প্রক্রিয়ায় রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা সমর্থকদের মনে ধরেনি। ফলে সব রাগই দিয়ে পড়েছিল হার্দিকের ওপর। প্রতি ম্যাচেই ফ্যানরা বুইং করে গেছেন হার্দিকের। 

জাতীয় দলে রোহিতদের সতীর্থ হলেও কেউই হার্দিককে এক ফোটাও স্বস্তি দেননি, সেটা মুম্বাইয়ের মাঠ হোক বা অন্য কোথাও। হার্দিককে সমর্থকরা অপমান করে গেছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেছেন, একমাত্র বিরাট কোহলি ছিলেন ব্যতিক্রম। যদিও গত আইপিএলের পর থেকেই হার্দিক যেন স্বপ্নের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। জিতেছেন টি২০ বিশ্বকাপ, আর এবার আইপিএল শুরুর আগেই তাঁর পকেটে ঢুকেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

এসব দেখেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ মার্ক বাউচার বলছেন, ‘গত মৌসুমটা হার্দিক পাণ্ডিয়ার জন্য খুবই কঠিন ছিল। ওকে দর্শকরা মাঠে নামলেই কটুক্তি করত। ও কিন্তু এটা পাওনা ছিল না, ওর ১০০ শতাংশ সম্মান পাওয়ার কথা। কোনও ক্রিকেটারই চায়না এমন পরিস্থিতির মুখোমুখি হতে, যদিও ও খুবই শক্তিশালী এক চরিত্র ’।

তাকে কাছ থেকে গতবছর দেখেছিলেন বাউচার। দর্শকদের কটুক্তি তাকে আরও মজবুত করেছে মানসিকভাবে, মনে করছেন প্রোটিয়াদের প্রাক্তন তারকা। তার কথায়, ‘ও হচ্ছে যুদ্ধ জয় করে আসা এক ক্রিকেটার। ওর খারাপ সময় গেছে, চোট গেছে। কিন্তু সব কিছু জয় করেই ও ফিরে এসেছে আর সাফল্য পেয়েছে। ক্রিকেটের যারা শ্রেষ্ঠ তাদেরকে মন থেকে শক্ত হতেই হয়, আর সেটাই ও প্রমাণ করে দেখিয়েছে। আইপিএল সব সময়ই সুন্দর যখন হার্দিক মাঠে নামে। ক্রিকেট খেলাটা আরও বর্ণময় হয়ে ওঠে ও খেলতে নামলে ’।

হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক প্রাক্তনী হরভজন সিং বলছেন, ‘হার্দিক খুব আত্মবিশ্বাসী এক ক্রিকেটার, আর খুবই ইতিবাচক মানসিকতার ছেলে। ওর নিজের ওপর অগাধ আত্মবিশ্বাস আছে যে ও সব কিছুই করতে পারে, এটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দেয়। ওরকম একটা কঠিন সময়ের পর যেভাবে হার্দিক এগিয়েছে, তা দেখে খুবই ভালো লাগে। ওর জন্য পরিস্থিতি যেমন বদলেছে, ও তেমন ভারতকেও দুটো আইসিসির ট্রফি জিততে সাহায্য করেছে। এই বছর ও নিজের সেরা ফর্মে থাকবে। যা খারাপ ছিল তা অতীত হয়ে গেছে, এবার নতুন উদ্যমে শুরু করবে ও’।

আইপিএল শুরুর আগে পুজো করলেন পাঞ্জাব কিংস দলের কোচ, ক্রিকেটাররা। এদিন পাঞ্জাব কিংসের তরফে দলের শুভকামনায় যে পুজোর আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন দলের অস্ট্রেলিয়ান কোচ তথা একাধিক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।  

আইপিএলে এখনও পর্যন্ত বল হাতে রবীন্দ্র জাদেজা নিয়েছেন ১৬০ উইকেট, খেলেছেন ২৪০টি ম্যাচে। ব্যাট হাতে তিনি করেছেন ২৯৫৯ রান। অর্থাৎ ৩০০০ রানের গণ্ডি থেকে মাত্র ৪১ রান দূরে রয়েছেন জাড্ডু। চলতি  মৌসুমে তিনি তা করে ফেলবেন, সেকথা বলাই যায়। আর সেটা করতে পারলেই তিনি আইপিএলের ইতিহাসে নয়া মাইলস্টোনের পাশে নিজের নাম খোদাই করতে পারবেন।

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!