ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে ধারাভাষ্য দিবেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন।আজ থেকে শুরু হওয়া জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে কোন দলেই খেলার সুযোগ পাননি উইলিয়ামসন। সর্বশেষ নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোন দল। তবে আইপিএলের ধারাভাষ্য প্যানেলে রাখা হয়েছে এই ডান-হাতি ব্যাটারকে।
আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে উইলিয়ামসনের সাথে আরও আছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চসহ আরও অনেকে।
আইপিএলের দু’বার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন উইলিয়ামসন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন শিরোপা জয়ী সানরাইজার্স হায়দারাবাদ দলে ছিলেন তিনি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়া গুজরাট টাইটান্স দলে ছিলেন উইলিয়ামসন।
২০১৫ সাল থেকে আইপিএলে খেলছেন উইলিয়ামসন। বিভিন্ন দলের হয়ে ৭৯ ম্যাচে ১৮ হাফ-সেঞ্চুরিতে ২১২৮ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :