গত মৌসুমে বিধ্বংসী ব্যাটিং করে আলো ছড়িয়েছিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও দুর্দান্ত শুরু করলেন সানরাইজার্স হায়দরাবাদের এই দুই ওপেনার। তাদের ঝড়ো সূচনার পর সেঞ্চুরির ফুলঝুরি ছুটিয়েছেন ইশান কিশান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের বিশাল স্কোর গড়েছে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৬ রান করেন ইশান। ফিফটি পান ট্রাভিস হেডও।
ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। মাত্র চার ওভারেই দলীয় ৫০ রান স্পর্শ করে হায়দরাবাদ।অভিষেক শর্মা ১১ বলে ২৪ রান করে আউট হন।ট্রাভিস হেড মাত্র ২১ বলে ফিফটি করেন!পাওয়ার প্লে শেষে দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৬ রান। ৩১ বলে ৬৭ রানের দানবীয় ইনিংস খেলেন হেড।হেডের বিদায়ের পর নিতিশ কুমার রেড্ডির সঙ্গে ৭২ রানের জুটি গড়েন ইশান কিশান।নিতিশ ১৫ বলে ৩০ রান করে আউট হন। এরপর হেনরিখ ক্লাসেন ১৪ বলে ৩৪ রান করেন।
ক্লাসেন-রেড্ডিদের ইনিংস বড় করা হয়নি, কিন্তু ইশান কিশান ব্যাট হাতে ছিলেন অবিশ্বাস্য। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেন ইশান!শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ১০৬ রান করেন তিনি।
ইশানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ২৮৬ রান তুলে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে হায়দরাবাদ। ব্যাটিং শক্তির এই প্রদর্শনী দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।
এবার দেখার বিষয়, এই বিশাল স্কোর প্রতিপক্ষ পেরোতে পারে কিনা!
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :