AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে নারী বিশ্বকাপ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৮ পিএম, ২৩ মার্চ, ২০২৫
সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে নারী বিশ্বকাপ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রেশ কাটতে না কাটতেই আরেকটি আইসিসি টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এবার ভারত আয়োজন করতে যাচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপ।

টুর্নামেন্টের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে নারী বিশ্বকাপ।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশাখাপত্তনমে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্টের প্রথম ম্যাচও। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি।


বিসিসিআই পাঁচটি ভেন্যু নির্ধারণ করেছে:বিশাখাপত্তনম (উদ্বোধনী ম্যাচ), মুল্লানপুর (পাঞ্জাব),ইনদউর (মধ্যপ্রদেশ),তিরুঅনন্তপুরম (কেরালা),গুয়াহাটি (আসাম)।

ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে মূলত আবহাওয়া ও যাতায়াত ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে।

শনিবার (২২ মার্চ) কলকাতায় বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই পাঁচটি মাঠ চূড়ান্ত করা হয়।


পাকিস্তান যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কোনো মাঠে অনুষ্ঠিত হবে।ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।বাকি সব দেশ ভারতের নির্ধারিত ভেন্যুগুলোতে খেলবে।


৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্ব পাকিস্তানে অনুষ্ঠিত হবে।ছয়টি দেশের মধ্যে শীর্ষ দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।বাকি ছয়টি দল আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ইতোমধ্যেই শুরু হয়েছে। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত সূচি প্রকাশের!

 


একুশে সংবাদ// এ.জে

Link copied!