চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য শেষ ওভারে ৪ রানের দরকার হয়। মিচেল স্যান্টনারের প্রথম বলেই পুল করে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে দলকে ৪ উইকেটের জয় এনে দেন রাচিন রবীন্দ্র। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে এবারের আইপিএলে শুভ সূচনা করল চেন্নাই সুপার কিংস।
মুম্বাইয়ের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ রানেই চেন্নাই ওপেনার রাহুল ত্রিপাঠির উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ৬৭ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় দলটি। ঋতুরাজ আউট হওয়ার পর দ্রুত সাজঘরে ফেরেন শিমভ দুবে (৯), দীপক হুদা (৩) ও স্যাম কারান (৪)।
অন্যপ্রান্তে একাই দলের হাল ধরেন রাচিন রবীন্দ্র। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি গড়ে ৪২ বলে তুলে নেন আইপিএলে নিজের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি। ষষ্ঠ উইকেটে এই দুজনের ৩৬ রানের জুটি ভাঙে অনাকাঙ্খিত রান আউটে। জাদেজা ১৮ বলে ১৭ রান করে ফিরলেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন রাচিন রবীন্দ্র ও মহেন্দ্র সিং ধোনি। রাচিন ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৪টি ছক্কা ও দুটি চারের মার।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম তিন বলে কোনো রান না পাওয়ার পর চতুর্থ বলেই মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেন রোহিত শর্মা। এবারের আইপিএলে প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৮তমবার শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্খিত রেকর্ড গড়েন তিনি।
মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব করেন ২৬ বলে ২৯ রান। শেষদিকে দীপক চাহার ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন, যার ফলে কোনো মতে দেড়শ পার করে মুম্বাই। দলের আর কোনো ব্যাটার বিশের কোটা পার করতে পারেননি।
চেন্নাইয়ের বোলারদের দাপটে মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। স্পিনার নূর আহমেদ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন, আর পেসার খলিল আহমেদ ২৯ রানে ৩ উইকেট দখল করেন। বাকি দুটি উইকেট ভাগ করে নেন রবিচন্দ্রন অশ্বিন ও ন্যাথান এলিস।
এই জয়ের ফলে আইপিএলের এবারের আসরে দুর্দান্ত সূচনা করল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, ব্যাটিং ব্যর্থতায় হতাশ হতে হলো মুম্বাই ইন্ডিয়ানসকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :