বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজ বোর্ড সভায় বসার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের। চলতি মাসে এটি ছিল বিসিবির দ্বিতীয় বোর্ড সভা। আজ সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভায় সভাপতিত্ব করার কথা ছিলো বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের। কিন্তু আজকের বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে।
এদিন বিকেএসপির মাঠে চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ। তবে এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।এরপর বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল।
জানা যায় বুকে ব্যথার জন্য তামিমকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :