AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিমকে নিয়ে ফেসবুক পোস্ট যে বার্তা দিলো কলকাতা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪২ পিএম, ২৪ মার্চ, ২০২৫
তামিমকে নিয়ে ফেসবুক পোস্ট যে বার্তা দিলো কলকাতা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠেই অসুস্থ হয়ে পড়লে মোহামেডানের অধিনায়ককে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। জানা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না।

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে।

এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনারের অসুস্থতায় সারাদেশে শোকের ছায়া নেমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তামিমের স্বাস্থের খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জরুরি বোর্ড সভা স্থর্গিত করে দিয়েছে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিও তামিমের অসুস্থতা কামনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে ওপার বাংলার দলটি লিখেছে, ‍‍`শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।‍‍`  


একুশে সংবাদ/ এস কে

Link copied!