মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু করল চেন্নাই সুপার কিংস। গতরাতে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চেন্নাই ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।চেন্নাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৩ উইকেট হারায় মুম্বাই।
রোহিত শর্মা শূন্য, রায়ান রিকেলটন ১৩ ও উইল জ্যাকস ১১ রানে থামেন। চতুর্থ উইকেটে ৩৬ বলে ৫১ রান যোগ করে মুম্বাইকে চাপ মুক্ত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ভালো শুরু করেও সূর্য ২৯ ও তিলক ৩১ রানে আউট হন।
৯৬ রানের মধ্যে সূর্য-তিলক ফেরার পর মুম্বাইকে লড়াকু সংগ্রহ এনে দেন দিপক চাহার-নামা ধীর ও মিচেল স্যান্টনার। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। চাহার ১৫ বলে অপরাজিত ২৮, নামা ১৭ ও স্যান্টনার ১১ রান করেন। নূর আহমাদ ৪টি ও খলিল আহমেদ ৩টি উইকেট নেন।
১৫৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন রাচিন রবীন্দ্র ও অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়। ৬টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে ৫৩ রান করে আউট হন ঋুতুরাজ। মিডল অর্ডারে ব্যাটিং ধসে ১১৬ রানে ৫ উইকেট হারায় চেন্নাই। ষষ্ঠ উইকেটে ২৭ বলে ৩৬ রানের জুটিতে চেন্নাইয়ের জয়ের পথ সহজ করেন রাচিন ও রবীন্দ্র জাদেজা। ১৭ রান করে জাদেজা থামলেও মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৫ বল বাকী থাকতে চেন্নাইকে জয়ের বন্দরে নিয়ে যান রাচিন।
২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন রাচিন। মুম্বাইয়ের বাঁ-হাতি স্পিনার ভিগনেশ পুথুর ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন নূর।
দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদ ৪৪ রানে হারায় রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে ইশান কিশানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান করে হায়দারাবাদ। কিশান ১১টি চার ও ৬টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ১০৬ রান করেন।
জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রান করে রাজস্থান। দলের হয়ে ধ্রুব জুরেল ৩৫ বলে ৭০ এবং সঞ্জু স্যামসন ৩৭ বলে ৬৬ রান করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :