খেলোয়াড়ি জীবনে বহুবারই তামিম ইকবাল এবং লাসিথ মালিঙ্গা খেলেছেন একে অন্যের বিপক্ষে। তবে ২২ গজের ক্রিকেট থেকে দুজনেই এখন অবসরে। তামিম ইকবাল অবশ্য খেলছেন ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। মালিঙ্গা এখন পুরোদস্তুর কোচ। খেলোয়াড় হিসেবে মুখোমুখি হওয়ার সুযোগ না থাকলেও তামিম ইকবালের দুঃসময়ে তাকে ঠিকই স্মরণে রেখেছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি।
সোমবার (২৪ মার্চ) সকালে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। অবস্থা বেগতিক দেখে দ্রুতই তাকে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপরেই সেখানে একটি রিং পরানো হয়। যদিও এখন পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেই রাখা হয়েছে।
তামিমের আকস্মিক অসুস্থতার খবরে কেঁপে উঠেছে গোটা দেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনারের সুস্থতা কামনায় প্রার্থনায় সবাই। এমন পরিস্থিতিতে তার প্রতি শুভকামনা জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি। সবসময় মাঠে যেমন লড়ে গিয়েছো সেভাবেই লড়তে থাকো।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :