প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। তামিমের অসুস্থতার খবরে তার পাশে থাকতে না পারার আক্ষেপ মাশরাফি বিন মর্তুজার।
সোমবার (২৪ মার্চ) মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। জাতীয় দলের অধিনায়ককে দ্রুত ভর্তি করা হয় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। সেখানে ২২ মিনিট ধরে তাকে সিপিআর এবং ৩বার ডি-সি শক দেয়ার পর পরিস্থিতি চিকিৎসকদের নিয়ন্ত্রণে আসে। এরপর এনজিওগ্রামে একটি ধমনীতে ১০০ ভাগ ব্লক ধরা পড়লে সেখানে রিং (স্টেন্ট) বসানো হয়। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, চোখ খুলেছেন তামিম, রেসপন্সও করছেন। তবে এখনও ঢাকায় নেয়ার মতো স্থিতিশীল অবস্থায় নেই তামিম।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে তার অ্যাকাউন্টে লিখেছেন, `তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।`
শুধু মাশরাফি নন, জাতীয় দলের আরও বেশ কয়েকজন ক্রিকেটার তামিমের আকস্মিক অসুস্থতা থেকে সেরে ওঠেন সেই কামনা করেছেন। উইকেটকিপার ব্যাটার লিটন দাস ফেসবুকে লিখেছেন, `‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।`
জাতীয় দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, `মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল ভাই। অনেক অনেক দোয়া আপনার জন্য রইল, ভাই।` জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও তামিমের জন্য দোয়া চেয়ে লিখেছেন, `প্লিজ, সবাই তামিম ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।`
জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলী খান লিখেছেন, `তামিমের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আল্লাহ তায়ালা তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার শক্তি ও সাহস দিন। আমিন।`
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :