AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গিনেস বুকে চতুর্থবারের মতো রোনালদো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৭ পিএম, ২৪ মার্চ, ২০২৫
গিনেস বুকে চতুর্থবারের মতো রোনালদো

ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। সেই ম্যাচে নিষ্প্রভ ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার (২৩ মার্চ) রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে সব মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। 

পর্তুগালের পক্ষে ফ্রান্সিসকো ত্রিনকাও ২টি এবং রোনালদো ও গনসালো রামোস ১টি করে গোল করেন। বাকি গোলটি ইয়োয়াখিম অ্যান্ডারসনের আত্মঘাতী। ডেনমার্কের পক্ষে রাসমুস ক্রিস্টেনসেন ও ক্রিস্টিয়ান এরিকসেন ২টি গোল শোধ করেন। 

পর্তুগালের এই জয়ে বিশ্বরেকর্ড গড়েছেন রোনালদো। রোনালদোকে নিয়ে পর্তুগাল সর্বোচ্চ ১৩২ ম্যাচে জয় পেয়েছে। বিশ্বের আর কোনো ফুটবলার জাতীয় দলের হয়ে এতোগুলো ম্যাচে জয় পাননি। এই ম্যাচের পর তার হাতে রেকর্ডের স্মারক তুলে দিয়েছে  গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।

২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। দীর্ঘ ২২ বছর ধরে জাতীয় দলে খেলে যাচ্ছেন তিনি। ২১৭ ম্যাচে ১৩৫ গোল করে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার রেকর্ডও রোনালদোরই। দীর্ঘ ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবারের মতো গিনেস বুকে নাম তুললেন এই কিংবদন্তি।

৪০ বছর বয়সী রোনালদো পেশাদার ফুটবলার হিসেবে ৯২৯ গোলের মালিক। আর মাত্র ৭১ গোল করলে প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!