AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত মহিলা স্কোয়াশ কোচিং ক্যাম্প সফলভাবে সম্পন্ন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০০ পিএম, ২৪ মার্চ, ২০২৫
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত মহিলা স্কোয়াশ কোচিং ক্যাম্প সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের উদ্যোগে মহিলা স্কোয়াশ কোচিং ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর আর্মি অফিসার্স মেস স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই কোচিং ক্যাম্পে পাকিস্তানি কোচ জনাব আব্দুল বাসিত অত্যান্ত পেশাদারিত্বের সঙ্গে প্রশিক্ষণ প্রদান করেছেন।

এই কোচিং ক্যাম্পটি ৭ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের ১৫ জন প্রতিশ্রুতিশীল তরুণী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে দেশের ইতিহাসে প্রথম মহিলা স্কোয়াশ  দল আগামী এস এ গেইমসে অংশগ্রহণ করবে ইন-শা-আল্লাহ।

কোচ বাসিত খুবই নিষ্ঠার সঙ্গে স্কোয়াশের খুঁটিনাটি শেখানোর পাশাপাশি অংশগ্রহণকারীদের স্কোয়াশে অধিক আগ্রহী ও অনুপ্রাণিত করতে সর্বাত্মক চেষ্টা করেছেন। প্রতিদিন দুই শিফটে প্রশিক্ষণ পরিচালিত হয়, যা অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

এই উদ্যোগ বাস্তবায়নে ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব:) অগ্রণী ভূমিকা পালন করেন। তার একনিষ্ঠ প্রচেষ্টা এবং নেতৃত্বেই সম্পদের স্বল্পতাসহ হাজার প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্যে এ ধরনের একটি ব্যতিক্রমী ও যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের স্কোয়াশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্তমানে দেশে স্কোয়াশ খেলার প্রসার পূর্বের যে কোন সময়ের চেয়ে তুলনামূলকভাবে অগ্রগামী।এই ক্যাম্প স্কোয়াশে আগ্রহী নারীদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে এবং ভবিষ্যতে দেশের স্কোয়াশ খেলাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক হবে।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন বিশ্বাস করে, এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দেশীয় স্কোয়াশ খেলোয়াড়দের দক্ষতা উন্নত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্কোয়াশ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!