AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিমের সুস্থতার জন্য দোয়া চাইলেন সাকিব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৬ পিএম, ২৪ মার্চ, ২০২৫
তামিমের সুস্থতার জন্য দোয়া চাইলেন সাকিব

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পর তার হার্টে রিং পরানো হয়। তামিমের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।

আজ সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিনে ভক্তদের সঙ্গে উদযাপনের সময় এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সবাই ওর জন্য দোয়া করবেন! ওর পরিবারের জন্য এই কঠিন সময় যেন ভালোভাবে পার হয়। ইনশাআল্লাহ, তামিম দ্রুত সুস্থ হবে!"

প্রসঙ্গত, ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল, ফলে ফিল্ডিংয়েও নামতে পারেননি।

তামিমের বর্তমান অবস্থা নিয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের পরিচালক ড. রাজিব জানান, "সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে তামিম অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসা শুরু হয়। তখন চিন্তা করা হয়েছিল, তাকে ঢাকায় নেওয়া সম্ভব হবে কি না। তবে অবস্থা গুরুতর হওয়ায় সাভারেই চিকিৎসা অব্যাহত রাখা হয়। আল্লাহর রহমতে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।"

তিনি আরও জানান, "তামিমের হার্টে একটি ব্লক ছিল, যা এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টির মাধ্যমে অপসারণ করা হয়েছে। সফলভাবে স্টেন্ট বসানো হয়েছে, যা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। এখনো তামিম পর্যবেক্ষণে আছেন, তবে গুরুতর অবস্থা পুরোপুরি কাটেনি। তার সুস্থতার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!