AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ-ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৫ এএম, ২৫ মার্চ, ২০২৫
যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ-ভারত

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দুই দেশের ফুটবল লড়াই। হাইভোল্টেজ এই ম্যাচের জন্য অবসর থেকে সাবেক অধিনায়ক সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত। এদিকে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে অন্তর্ভুক্ত করেছে লাল সবুজ দল। তাই অনেক হিসেব নিকেশের এই ম্যাচ রূপ নিয়েছে ব্যাটেলে।

হামজার অন্তর্ভুক্তিতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সেরা একাদশ কেমন হতে পারে? জয়ের জন্যে কোন ফর্মেশনে স্কোয়াড সাজাতে পারেন ভারতের মাস্টারমাইন্ড মানালো মার্কেজ? মহারণের আগে দু‍‍`দলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে আলোচনা। এই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। এমনকি তাকে ঘিরেই সাজানো হচ্ছে একাদশের পরিকল্পনা। সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে একাদশ সাজাবেন হ্যাভিয়ের ক্যাবরেরা। 

গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকবে মিতুল মারমার কাঁধে। ডিফেন্স লাইনে সেন্টারব্যাক পজিশনে  দুই অভিজ্ঞ তপু বর্মন আর তারিক কাজি। রাইটব্যাকে কোচের ভরসার নাম সাদউদ্দীন আর লেফটব্যাকে দেখা যেতে পারে ইসা ফয়সালকে। হামজা চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন পছন্দের মিডফিল্ডেই খেলতে চান তিনি। কোচেরও পরিকল্পনায় আছে তেমনটাই। ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা যাবে হামজাকে। সেখানে তার সঙ্গী অধিনায়ক জামাল ভূঁইয়া ও হৃদয়। আর ফরোয়ার্ড লাইনে কোচের ভরসার প্রতীক হতে পারেন দুই ইয়াংস্টার শেখ মোরসালিন আর আল আমিন। তাদের সঙ্গী অভিজ্ঞ রাকিব।

এদিকে, ইনজুরি সমস্যা আছে ভারতের। ইতোমধ্যেই দল থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন ফার্নান্দেজ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইঙ্গার উদান্ত সিং কুমার। চোটের কারণে ছিটকে গেছেন লালিয়ান জুয়ালা ছাংতে আর মানবীর সিং। সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা স্প্যানিশ মাস্টারমাইন্ড মানালো মার্কেজের।

ভারতের পোস্ট সামলাবেন বিশাল কাইথ। ডিফেন্স লাইনে কোচের ভরসার প্রতীক মালদ্বীপের বিপক্ষে গোল করা রাহুল ভেকে, মাহাতাব সিং, সন্দেস কিংগান আর শুভাশীষ বোস। মিডফিল্ডে সুরেশ সিং, লিস্টন কোলাসোদের ওপরই রাখছেন আস্থা। আর ফরোয়ার্ড লাইনে সেই সুনীলই ত্রানকর্তা। তার সঙ্গে ফারুক চৌধুরী আর ইরফান ইয়াদওয়াদকে নিয়েই সম্ভাব্য একাদশ সাজানোর পরিকল্পনা কোচের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মিতুল মারমা (গোলকিপার); তপু বর্মন, তারিক কাজি, সাদউদ্দীন, ইসা ফয়সাল; হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়; শেখ মোরসালিন, আল আমিন ও রাকিব হোসেন।

ভারতের সম্ভাব্য একাদশ: বিশাল কাইথ (গোলকিপার); রাহুল ভেকে, মাহাতাব সিং, সন্দেস কিংগান, শুভাশীষ বোস; সুরেশ সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী, ফারুক চৌধুরী ও ইরফান ইয়াদওয়াদ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!