প্রথমে ব্যাট করে দিল্লিকে ২১০ রানের লক্ষ্য দেয় লখনৌ। জবাবে ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। বিশাখাপত্তমে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ২০৯ রানের পুঁজি পায় লখনৌ। মার্শ ও পুরানের ব্যাটিং তাণ্ডবে এই বিশাল লক্ষ্য পায় লখনৌ। মার্শ ৩৬ বলে ৭২ রান করে ফেরার পর দলের হাল ধরেন ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান। স্টার্কের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৭৫ রান করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।
যদিও শেষ দিকে কোনো ব্যাটসম্যান তেমন রান করতে পারেননি। তা না হলে, স্কোরটা আরও বড় হতো। শেষ দিকে ১৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। দিল্লির হয়ে মিচেল স্টার্ক ৪২ রানে ৩টি আর কুলদিপ যাদব ২০ রানে ২ উইকেট নেন।
২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দিল্লি। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ১ আর অভিষেক পুরেল করেন শূন্য। পরের ওভারে সামির রিজভিও (৪) ফিরলে ৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি।
তবে ধাক্কা খেলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান ফাফ ডু প্লেসি আর অক্ষর প্যাটেল। ১১ বলে ২২ রানে ফেরেন অক্ষর, ১৮ বলে ২৯ করে আউট হন ডু প্লেসি। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে দিল্লি।
সেই চাপ উৎড়ানোর চেষ্টা করেন ত্রিস্তান স্টাবস আর আশুতোষ শর্মা। ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়েন তারা। ২২ বলে ৩৪ করে স্টাবস ফিরলে ভাঙে এই জুটি। এরপর আশুতোষের সঙ্গে জোড়া বাঁধেন ভিপরাজ নিগম। ভিপরাজ করেন ১৫ বলে ৩৯। এরপর বাকি কাজটা সারেন আশুতোষ। ৩১ বলে ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
দিল্লির হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর, মনিমরণ সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি এবং রবি বিষ্ণোই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :