AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিমের জন্য দোয়া পড়ে মাঠে নামলেন ক্রিকেটাররা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৬ পিএম, ২৫ মার্চ, ২০২৫
তামিমের জন্য দোয়া পড়ে মাঠে নামলেন ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তিন ভেন্যুতে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফরা একসঙ্গে তামিমের আরোগ্য কামনায় দোয়ায় অংশ নেন।

ডিপিএলের অষ্টম রাউন্ডের শেষদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। পাশের ৪ নম্বর মাঠে লড়ছে গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর মিরপুর শেরে বাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তামিমের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয় ম্যাচ।

এর আগে গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আচমকা বুকে ব্যথা নিয়ে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়। 

সর্বশেষ জানা যায়, কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছেন। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!