AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেভাবে দেখতে পারবেন বাংলাদেশ-ভারত ম্যাচ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৫০ পিএম, ২৫ মার্চ, ২০২৫
যেভাবে দেখতে পারবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দুই দেশের ফুটবল লড়াই। হাইভোল্টেজ এই ম্যাচের জন্য অবসর থেকে সাবেক অধিনায়ক সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত। এদিকে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে অন্তর্ভুক্ত করেছে লাল সবুজ দল। তাই অনেক হিসেব নিকেশের এই ম্যাচ রূপ নিয়েছে ব্যাটেলে।      

এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ আছে ‍‍`সি‍‍` গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে হংকং ও সিঙ্গাপুর। বাছাই পর্বের এই রাউন্ডের খেলাগুলো হবে ডাবল লিগ পদ্ধতিতে। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে এই রাউন্ড শেষে শীর্ষ দল সুযোগ পাবে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। সৌদি আরবে ২৪দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

হামজাকে নিয়ে বাংলাদেশ দেখছে বড় স্বপ্ন। ২০০৩ সালের পর প্রথমবারের মতো ভারতকে হারাতে চায় বাংলাদেশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলে প্রত্যাশার ডানাটা আরও প্রসারিত করার সুযোগ আসলেও আসতে পারে।

হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে টি-স্পোর্টস। চাইলে টি-স্পোর্টসের আপেও দেখা যাবে।  

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!