আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালস যে দিন প্রথম ম্যাচ খেলতে নেমেছে, সে দিনই সুখবর দিলেন কেএল রাহুল। বাবা হলেন তিনি। স্ত্রী আথিয়া শেট্টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। দু’জনেই সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় দু’জনেই একই ছবি পোস্ট করে সন্তানলাভের খবর দিয়েছেন। ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ে হয় দু’জনের। গত বছর নভেম্বরে আথিয়ার সন্তানসম্ভবা হওয়ার খবর জানান রাহুল। কিছু দিন আগে রাহুলের শ্বশুর সুনীল শেট্টি জানিয়েছিলেন, আইপিএলের মাঝেই রাহুল বাবা হতে পারেন। সেটাই সত্যি হল।
লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহুল খেলছেন না। জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের দল পরিচালন সমিতির অনুমতি নিয়েই ছুটি নিয়েছেন। তাকে বিশেষ অনুমতি দিয়েছে দল। স্ত্রীর পাশে থাকতে রবিবার রাতেই মুম্বই উড়ে যান। রাহুল জানতে পেরেছিলেন, যে কোনও মুহূর্তে সন্তানের জন্ম দিতে পারেন স্ত্রী আথিয়া। তাই এক মুহূর্তও নষ্ট করতে চাননি। ৩০ মার্চ হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে দিল্লি। তার আগেই শিবিরে যোগ দেওয়ার কথা রাহুলের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল ছন্দে ছিলেন রাহুল। তবে দীর্ঘ দিন ধরেই টি-টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন না তিনি। সেই লক্ষ্যপূরণ করতে আইপিএলকেই অস্ত্র হিসাবে বেছে নিয়েছিলেন। আইপিএলের আগে মুম্বইয়ে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন।
গত তিন বছর লখনউয়ের হয়ে খেলেছেন রাহুল। তবে গত মরসুমে হায়দরাবাদের কাছে হারের পর দলের মালিক সঞ্জীব গোয়েন্কা মাঠেই রাহুলকে ধমক দিয়েছিলেন। তখন থেকেই তিক্ততা শুরু। রাহুলকে ধরেও রাখেনি লখনউ। মহা নিলামে ১২ কোটি টাকায় তাকে কিনেছে দিল্লি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :