AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৩৭ পিএম, ২৫ মার্চ, ২০২৫
বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

আর মাত্র কিছু সময় পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত ম্যাচ। শিলংয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে দুই দল। ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার কাজেম শাহ।  

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৪ জন ফুটবলার বেশি নিয়ে ভারতে এসেছিলেন। ম্যাচ শুরুর আগে দুই দলকে ২৩ জন ফুটবলারের নাম দিতে হয়। তাই খেলার আগে একজন বাদ পড়বেন এটা অনুমেয় ছিল। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হওয়া ক্যাম্প থেকে অদ্যাবধি দলের সঙ্গে ছিলেন কাজেম। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তাকে বাদ পড়তে হয়েছে।

ভারত ম্যাচের জন্য এখনও ২৩ জনের চুড়ান্ত স্কোয়াড প্রকাশ করেনি বাফুফে। তবে জানা গেছে, কাজেম পারফরম্যান্স নয় ইনজুরির জন্য ছিটকে গেছেন। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অন্য এক ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে কাজেম হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় শেষ পর্যন্ত মত বদলাতে হয়।

২৬ বছর বয়সী কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহ‍‍`র ছেলে। বাংলাদেশে জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন কানাডায়। সেখানেই পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেছেন। গত কয়েক মৌসুম তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের ডাক পেয়েছেন এবং জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন।

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!