AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোট নিয়ে মাঠের বাইরে তপু বর্মণ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:১২ পিএম, ২৫ মার্চ, ২০২৫
চোট নিয়ে মাঠের বাইরে  তপু বর্মণ

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক আক্রমণে স্বাগতিকদের কোণঠাসা করে রেখেছে বাংলাদেশ। তবে ম্যাচের ২০ মিনিট যেতে না যেতেই ব্যথা পান তপু বর্মণ। ইনজুরিতে মাঠ ছাড়লে তার জায়গায় মাঠে নামেন রহমত মিয়া। 

বাংলাদেশ অধিনায়ক তপু চোট পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়েও ভালো বোধ না করায় ২১ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। নির্ভরতার প্রতীক তপুর বদলি হিসেবে নেমেছেন ডিফেন্ডার রহমত মিয়া।

২০১৯ সালে সাদ উদ্দিনের গোলে কলকাতায় বাংলাদেশ ভারতকে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল। ঐ ম্যাচে সাদ গোল করে তারকাখ্যাতি পেলেও পরবর্তীতে কয়েকটি ম্যাচে তার ব্যর্থতায় দলের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।

হামজা চৌধুরী মিডফিল্ড পজিশনে খেলবেন। তাই মিডফিল্ডে তার সঙ্গী কারা হচ্ছেন সেটা নিয়ে ছিল মুলত জল্পনা-কল্পনা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড তপুর হাতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন হৃদয়। মিডফিল্ডে মজিবুর রহমান জনির উপর আস্থা রেখেছেন। ফরোয়ার্ডে রয়েছেন রাকিব ও মোরসালিন। তাদের সঙ্গী হিসেবে আছেন শাহরিয়ার ইমন।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন। 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!