AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের টিকিট পেল ইরান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৪ এএম, ২৬ মার্চ, ২০২৫
বিশ্বকাপের টিকিট পেল ইরান

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে ইরান। উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে টানা চতুর্থবার মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তারা। সার্বিকভাবে অবশ্য সপ্তম বিশ্বকাপ।এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম‍্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চূড়ায় আছে ইরান। তাদের সঙ্গে ড্র করা উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার পথে ভালোভাবেই আছে দলটি।

বিশ্বকাপের মূল পর্বে যেতে একটি পয়েন্টই যথেষ্ট ছিল ইরানের। গতকাল মঙ্গলবার আজাদি স্টেডিয়ামে দুইবারই উজবেকরা লিড নিয়েছিল। ১৬ মিনিটে প্রথম গোলটি এনে দেন খোজিমত এরকিনভ। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় ইরানকে সমতায় ফেরান মেহেদি তারেমি।

এক মিনিট বাদেই আবার আব্বোসবেক ফয়জুল্লায়েভ উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। যদিও লাভ হয়নি তাতে। ৮৩ মিনিটে ইরানের ইন্টার মিলান স্ট্রাইকার তারেমি ফের গোল করে দলকে সমতায় ফেরালে নিশ্চিত হয়ে যায় তাদের ভাগ্য।

তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউজিল‍্যান্ড। এবার তাদের সঙ্গী হল পশ্চিম এশিয়ার দেশ ইরান।

এশিয়ান অঞ্চলের ৬ দলের তিনটি গ্রুপের প্রতিটি থেকে দুটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। তৃতীয় ও চতুর্থস্থান অর্জনকারী দলগুলো আবার আরও একটি পর্বে অগ্রসর হয়ে দুটি অতিরিক্ত স্থানে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!