চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় ক্রিকেট দলকে ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কে কত টাকা পাবে তাও নির্দিষ্ট করে দিয়েছে বোর্ড। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তা নিয়ে কোনও কথা না বলায় তার সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার। এ ব্যাপারে তিনি রাহুল দ্রাবিড়ের উদাহরণ দিয়েছেন।
গাভাস্কার বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। তখন কোচ ছিল দ্রাবিড়। ওর মতো টিম ম্যান হয় না। দ্রাবিড় কিন্তু নিজের সহকারীদের থেকে বেশি টাকা নিতে রাজি হয়নি। টাকাটা সকলের মধ্যে সমান ভাগ করে নিয়েছিল। অথচ এখনকার কোচকে তেমন কিছু বলতে শুনলাম না। বোর্ড আর্থিক পুরস্কার ঘোষণা করার পর ১৫ দিন মতো হয়ে গিয়েছে।’’
তিনি আরও বলেছেন, ‘‘দারুণ একটা উদাহরণ তৈরি করেছিল দ্রাবিড়। দলের প্রধান হিসাবে ও কি আদর্শ আচরণ করেনি?’’ গাওস্কর বোঝাতে চেয়েছেন, গম্ভীর নিজের সহকর্মীদের সঙ্গে কৃতিত্ব ভাগ করে নেননি।
গম্ভীরের সমালোচনা করলেও বিসিসিআইয়ে ভূমিকার প্রশংসা করেছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘দল চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বোর্ড ৫৮ কোটি টাকা পুরস্কার দিয়েছে। ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের মধ্যে টাকা ভাগ হয়েছে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বোর্ড। এটা খুব ভাল পদক্ষেপ। বোর্ডের এখন যথেষ্ট আর্থিক সঙ্গতি রয়েছে। সকলের প্রচেষ্টাকে উৎসাহিত করছে। পুরস্কৃত করছে। উদার মানসিকতা নিয়ে চলছে বোর্ড। ক্রিকেটারেরা আইসিসির আর্থিক পুরস্কারের টাকাও পাচ্ছে। সব মিলিয়ে একটা ভাল টাকা পাচ্ছে ওরা।’’
উল্লেখ্য, ৫৮ কোটি টাকার ভাগও নির্দিষ্ট করে দিয়েছে বোর্ড। কোচ গম্ভীর এবং ক্রিকেটারেরা পাবেন ৩ কোটি টাকা করে। দলের সহকারী কোচ এবং অন্য সাপোর্ট স্টাফেরা পাবেন ৫০ লাখ করে। বোর্ডের আধিকারিকেরা পাবেন ২৫ লাখ টাকা করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :