মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারেও তার ব্যতিক্রম নয়। যেখানে দেশের সাবেক ক্রিকেটাররা লাল এবং সবুজ দলে ভাগ হয়ে খেলেছেন। আর এই ম্যাচে জয় পেয়েছে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ লাল দল।
বুধবার (২৬ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়। যেখানে লাল দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। অন্যদিকে, সবুজ দল খেলেছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে লাল দল নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মেহরাব হোসেন অপি। এ ছাড়াও ১১ বলে ২৫ রান করেন হান্নান সরকার। ফয়সাল হোসেন ডিকেন্স করেন ৭ বলে ১৭ রান, আব্দুর রাজ্জাক ১৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।
সবুজ দলের পক্ষে ১টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও মুশফিকুর বাবু।
বড় লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে সবুজ দল। দলের পক্ষে ১২ বলে সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন তালহা জুবায়ের। এ ছাড়া ১৭ বলে ২৫ রান করেন রফিক। লাল দলের পক্ষে ২টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :