পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়ে প্রথম দুই টি টোয়েন্টিতেই শূন্য রানে আউট হয়ে ব্যাটিং ব্যর্থতার নজির গড়েন হাসান নেওয়াজ।এরপরই আসে তার চমকপ্রদ প্রত্যাবর্তন। সিরিজের তৃতীয় ম্যাচে ৪৪ বলে সেঞ্চুরি করে পাকিস্তানের হয়ে ফরম্যাটটিতে দ্রুততম শতকের রেকর্ড গড়েন হাসান নেওয়াজ।
তার এই দুর্দান্ত ইনিংসেই পাকিস্তান সিরিজে একমাত্র জয়টি পায়। কিন্তু সেই উজ্জ্বলতা ধরে রাখতে পারেননি ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। সিরিজের শেষ দুই ম্যাচে তিনি ফের ব্যর্থ মাত্র ১ ও ০ রানে আউট হন।
ফলে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার ডাক মেরে বিব্রতকর এক রেকর্ড গড়লেন হাসান। টি টোয়েন্টি সিরিজে তিনবার ডাক মারা প্রথম পাকিস্তানি ওপেনার হিসেবে তার নাম উঠে গেছে রেকর্ডবইয়ে। এর আগে পাকিস্তানের পক্ষে এক সিরিজে সর্বোচ্চ দুটি করে ডাক মেরেছিলেন শাহজাইব হাসান, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ রিজওয়ান। এবার তাদের ছাড়িয়ে গেলেন হাসান নেওয়াজ।
তার এই ব্যর্থতার দিনেই পাকিস্তানও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৮ রান তোলে সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক সালমান, আর শাদাব খান যোগ করেন ২৮ রান।
এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনাররা পাকিস্তানি বোলারদের কোনো সুযোগই দেননি। বিশেষ করে টিম সেইফার্ট ছিলেন ভয়ঙ্কর। মাত্র ৩৮ বলে ৬টি চার ও ১০ ছক্কায় ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ফিন অ্যালেনও ঝড়ো ব্যাটিং করেন, ১২ বলে ২৭ রান করে আউট হন। মাত্র ১০ ওভারেই নিউজিল্যান্ড ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :