AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাড়ে ছয় ওভারে ১০৯ রান!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২০ পিএম, ২৭ মার্চ, ২০২৫
সাড়ে ছয় ওভারে ১০৯ রান!

শুধু ইংল্যান্ডের ক্রিকেটমহলেই নয়, বরং আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের আঙিনায় জোফ্রা আর্চার কার্যকরী বোলার হিসেবে বিবেচিত হন। সম্ভবত সেই কারণেই আইপিএল নিলামে তার দাম ওঠে বিস্তর। যদিও এখনও পর্যন্ত ব্যক্তিগত পারফর্ম্যান্সের ঝলকে আইপিএলপ্রেমীদের সম্মোহিত করতে পারেননি ব্রিটিশ তারকা।  

চলতি আইপিএলে এখনও পর্যন্ত জোফ্রা অর্চারের ব্যক্তিগত পারফর্ম্যান্স দেখে আঁতকে ওঠাই স্বাভাবিক রাজস্থান রয়্যালসের সমর্থকদের। কেননা তিনি যে হারে রান বিলোচ্ছেন, তাতে আর্চারের দল যে বেকায়দায় পড়বে, তাতে কোনও সন্দেহ নেই।

আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে জোফ্রা আর্চারকে ১২ কোটি ৫০ লক্ষ টাকার বিশাল অঙ্কে দলে নেয় রাজস্থান রয়্যালস। নিলামে রাজস্থানের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন জোফ্রা। মৌসুমের প্রথম ২টি ম্যাচে নিজের আইপিএল প্রাইসের মতোই খরুচে প্রমাণিত হয়েছেন আর্চার।

হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে রাজস্থানের প্রথম ম্যাচে জোফ্রা আর্চার ৪ ওভারে ৭৬ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি। আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার লজ্জাজনক রেকর্ড গড়ে বসেন আর্চার। হায়দরাবাদের বিরুদ্ধে আর্চার ওভার প্রতি ১৯ রান করে খরচ করেন। তিনি হজম করেন ১০টি চার ও ৪টি ছক্কা। ৪ ওভারে মোটে ১টি ডট বল করেন ব্রিটিশ পেসার।

বুধবার গুয়াহাটির তুলনায় স্লো পিচেও যথেচ্ছ রান খরচ করেন আর্চার। ২.৩ ওভার বল করে ৩৩ রান খরচ করেন তিনি। এই ম্যাচেও উইকেটহীন থাকেন জোফ্রা। অর্থাৎ, তিনি ওভার প্রতি ১৩.২০ রান খরচ করেন। ২টি চার ও ৩টি ছক্কা হজম করতে হয় তাকে।

সুতরাং, আর্চার এখনও পর্যন্ত রাজস্থানের ২টি ম্যাচ মিলিয়ে মোট ৬.৩ ওভার বল করেছেন। সাকুল্যে ১০৯ রান খরচ করেও কোনও উইকেট পাননি তিনি। রাজস্থানের সব থেকে খরুচে বোলার আপাতত আর্চারই।

জোফ্রাকে এক্ষেত্রে বিদেশি ব্যাটাররা মেরে ছাতু করেছেন বলা যায়। আর্চারকে একমাত্র সমীহ করেছেন তাঁর নিজের দেশের মইন আলি। চলতি আইপিএলে জোফ্রার বিরুদ্ধে ব্যাট করা ক্রিকেটাররা তাঁকে কীভাবে পিটিয়েছেন, তা স্পষ্ট হবে একটি পরিসংখ্যানেই।

আইপিএল ২০২৫-এ আর্চারকে কে কতটা পিটিয়েছেন

১. দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি‍‍`কক আর্চারের ৮টি বল খেলে ২৮ রান সংগ্রহ করেন।

২. ভারতের ইশান কিষান আর্চারের ১০টি বল খেলে ২৭ রান সংগ্রহ করেন।

৩. অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড আর্চারের ৬টি বল খেলে ২২ রান সংগ্রহ করেন।

৪. দক্ষিণ আফ্রিকার এনরিখ ক্লাসেন আর্চারের ৪টি বল খেলে ১৩ রান সংগ্রহ করেন।

৫. ভারতের নীতীশ রেড্ডি আর্চারের ৫টি বল খেলে ১১ রান সংগ্রহ করেছেন।

৬. ইংল্যান্ডের মইন আলি আর্চারের ৭টি বল খেলে মাত্র ১ রান সংগ্রহ করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!