AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিজওয়ান হয়ে কোনও লাভ নেই: ঈশান কিশান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৫ পিএম, ২৭ মার্চ, ২০২৫
রিজওয়ান হয়ে কোনও লাভ নেই: ঈশান কিশান

ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীর একটি প্রশ্নের জবাবে ঈশান রিজওয়ানকে টেনে এনেছেন। অনিল একটি ভিডিও ঈশানের প্রশংসা করেন। তিনি বলেন, “আমার আম্পায়ারিংয়ে তুমি অনেক খেলেছ। এখন তুমি অনেক পরিণত হয়েছ। যখন দরকার তখনই আউটের আবেদন করো। আগে তুমি অনেক বেশি আবেদন করতে। কী ভাবে এই বদল এল?”

সেই প্রশ্নের জবাব দিয়েছেন ঈশান। তিনি বলেন, “আমার মনে হয় এখন আম্পায়ারেরাও অনেক বিচক্ষণ হয়েছে। বার বার আবেদন করলেও ওরা আউট দেবে না। তার থেকে যখন দরকার পড়বে তখনই আবেদন করো। তা হলে আম্পায়ারেরাও ভাবে, আবেদনে আত্মবিশ্বাস আছে। রিজওয়ান হয়ে কোনও লাভ নেই। আম্পায়ারেরা এক বারও আউট দেবে না।”

পাকিস্তানের উইকেটরক্ষক রিজওয়ান আবেদনের জন্য বিখ্যাত। প্যাডের কোথাও বল লাগলেই আবেদন করেন তিনি। আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। যদিও তাতে বিশেষ লাভ হয় না। রিজওয়ানের ডিআরএস নেওয়ার রেকর্ডও খুব খারাপ। সেই কারণেই হয়তো রিজওয়ানের উদাহরণ দিয়েছেন ঈশান।

ভারতীয় ক্রিকেটারের মতে, এখনকার দিনে আম্পায়ারেরা চাপে পড়েন না। তারা তাদের সিদ্ধান্ত ঠিকই জানিয়ে দেন। এখন অনেক বেশি আত্মবিশ্বাসী তারা। ঈশানের কথায়, “সত্যি বলতে, সব ক্ষেত্রেই উন্নতির জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, এখন আম্পায়ারেরা আরও বেশি আত্মবিশ্বাসী। তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তাই বেশি আবেদন করে কোনও লাভ নেই। ওদের উপর কোনও প্রভাব পড়ে না।”

আইপিএলের দলে ভাল খেললেও জাতীয় দলে দীর্ঘ দিন ব্রাত্য ঈশান। বোর্ডের নির্দেশ না মানায় বাদ পড়তে হয়েছিল তাকে। সিরিজের  মাঝে দেশে ফিরে এসেছিলেন ঈশান। পরে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি। এ বারের নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাকে। তবে নতুন দল হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচেই শতরান করেছেন ঈশান। প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন তিনি। তার মাঝেই রিজওয়ানকে নিয়ে মজা করলেন ঈশান।   

একুশে সংবাদ/ এস কে

Link copied!