মৌসুমের শেষ ভাগে ইনজুরি হানা দিয়েছে বায়ার্ন মিউনিখ শিবিরে। ইনজুরির থাবায় ছিটকে গিয়েছেন দলের দুই ভরসা আলফোনসো ডেভিস ও দায়োত উপামেকানো।
জাতীয় দলের হয়ে খেলার সময় ডান হাঁটুর চোটে কয়েক মাসের জন্য ছিটকে গেছেন ডেভিস। চলতি মৌসুমে আর ফেরার সম্ভাবনা নেই এই কানাডিয়ান ডিফেন্ডারের।
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা অনিশ্চয়তার মুখে। তার এমন সময়ে ছিটকে পড়া দলের জন্য অনেক বড় ধাক্কা হয়ে এলো।
রক্ষণে আরেকজনকে হারিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি। হাঁটুর চোটেই ছিটকে গেছেন দায়োত উপামেকানো। তবে তার অবস্থা সতীর্থের মতো অতোটা খারাপ নয়। তবুও ফরাসি এই ডিফেন্ডারের সুস্থ হয়ে উঠতে লেগে যাবে কয়েক সপ্তাহ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :