আইপিএলে শুভ সূচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরবর্তী ম্যাচ খেলতে বর্তমানে চেন্নাইয়ে আছে বিরাট কোহলি ও তাঁর দল। পরের ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভেতরের এক মজার খবর প্রকাশ করেছে আরসিবি।
আইপিএলের পুরো সফরে বিভিন্ন ধরনের ঘটনা ব্লগ আকারে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় এবার বিরাট কোহলির পারফিউম গোপনে ব্যবহারের মজার এক তথ্য প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরসিবি ইনসাইডারের এক ভিডিওতে অধিনায়ক রজত পাতিদারকে দলের মধ্যে সবার কেমন সম্পর্ক তা জানতে চাইলে তিনি বলেন সব দারুণভাবে চলছে, বিশেষ করে সোয়াস্তিক চিকারা সবকিছু মাতিয়ে রাখছে।
এরপর গোপন সেই তথ্য জানিয়ে ইয়াশ দায়াল বলেন, ‘আমরা কলকাতায় ড্রেসিংরুমে বসেছিলাম এবং সোয়াস্তিক চিকারা বিরাট কোহলিকে জিজ্ঞেস না করেই উনার ব্যাগ খোলে এবং পারফিউম বোতল খুলে ব্যবহার শুরু করে, সবাই হাসছিল।’
নিজের কাণ্ড নিয়ে ১৯ বছর বয়সী চিকারা বলেন, ‘আমাদের বড় ভাই উনি, আমি দেখছিলাম উনি খারাপ না ভালো পারফিউম ব্যবহার করে তাই এটি ব্যবহার করেছিলাম। এরপর বিরাট ভাইয়া আমার কাছে জানতে চাই এটি কেমন? আমি বলেছি ভালো। এটি পরীক্ষা করে আপনাকে জানালাম।’
উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে এক ম্যাচে ২৭ বলে ৮৫ রান করে ফ্র্যাঞ্চাইজিদের নজরে এসেছিলেন চিকারা। গাজিয়াবাদ থেকে উঠে আসা এই ক্রিকেটার এরপরেই আইপিএলে বেঙ্গালুরুর দলে জায়গা পান। আইপিএলে এখনও অভিষেক না হলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচেই ১১৭ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন তরুণ এই ব্যাটসম্যান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :