AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন রউফ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫২ পিএম, ২৭ মার্চ, ২০২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন রউফ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন পেসার হারিস রউফ।সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় স্বাগতিক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে ১৩৫ রানে মাত্র ২ উইকেট নেন রউফ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ রানে ২ ও ভারতের বিপক্ষে ৫২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। তাই নিউজিল্যান্ডের সিরিজের জন্য গত ৪ মার্চ ঘোষিত ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি রউফের।

তবে সদ্য শেষ হওয়া নিউজিচল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নেন রউফ। টি-টোয়েন্টিতে রউফের পারফরমেন্সে খুশি হয়ে তাকে ওয়ানডে দলে নিয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ আকিব জাভেদ।

ওয়ানডে সিরিজে টিম ম্যানেজমেন্টের কাছে একজন অতিরিক্ত উইকেটরক্ষক-ব্যাটারও চেয়েছেন আকিব। টি-টোয়েন্টি সিরিজের দল থেকে মুহাম্মদ হারিস এবং উসমান খানের মধ্যে যেকোন একজন ওয়ানডে দলে জায়গা পেতে পারেন।নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে ওয়ানডে সিরিজে খেলবেন তারা।

দলকে নেতৃত্ব দিবেন রিজওয়ান।টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড।  

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!