AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ জেফ মলিনা ও ড্যারিক মিনার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৭ পিএম, ২৭ মার্চ, ২০২৫
ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ জেফ মলিনা ও ড্যারিক মিনার

সাবেক দুই ইউএফসি ফাইটার জেফ মলিনা ও ড্যারিক মিনারকে নিষিদ্ধ করা হয়েছে। বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে এই দুই ফাইটারকে নিষিদ্ধ করেছে নেভাডা অ্যাথলেটিক কমিশন।  

৩৪ বছর বয়সী মিনারকে ২৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আমেরিকান এই ফাইটারের বিরুদ্ধে ২০২২ সালের ৫ নভেম্বরের এক ম্যাচের আগে বড় ধরনের চোটের কথা গোপনের অভিযোগ আনা হয়েছে। সেই ম্যাচের পর তদন্তে সহায়তা না করায় মিনারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। 

অপরদিকে ২৭ বছর বয়সী মলিনাকে ৩ বছরের জন্য জন্য নিষিদ্ধ করা হয়েছে। মলিনা তাঁর দলের আরেক ফাইটার মিনারের ম্যাচে বেটিং করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, সেই সঙ্গে মিনারের চোটের বিষয়টি লুকানোর অভিযোগও আছে।

নেভাডা অ্যাথলেটিক কমিশনের কাছে মলিনা তাঁর অপরাধ স্বীকার করেছেন। মিনার ম্যাচ শুরুর আগে মেডিক্যাল ফর্মের প্রশ্নের উত্তরের মাঝে হাঁটুর চোটের কথা প্রকাশ করেননি এবং সেই ম্যাচটি সায়িলান নুয়েরডানবিকের বিপক্ষে প্রথম রাউন্ডেই শেষ হয়ে যায়।

ফিদারওয়েটের এই ম্যাচটি সন্দেহজনক বেটিংয়ের কারণে তদন্ত করা হয়। যেখানে ইউএফসি ফাইটারসহ একজন কোচকে জিজ্ঞাসাবাদ করা হয়। মোলিনার নিষেধাজ্ঞা চলতি বছরের নভেম্বরের ৫ তারিখে শেষ হবে। তবে সতীর্থ মিনার ২০২৫ সালের ২৬ মার্চের পর থেকে অর্থাৎ আগামীকাল থেকেই লড়াইয়ে নামতে পারবেন।

এই দুই ফাইটারের কোচ জেমস ক্রাউসও তদন্তের মুখে পড়েছেন এবং শাস্তি হিসেবে ক্রাউসের জিমে সকল ইউএফসি ফাইটারকে প্রশিক্ষণ না নেওয়ার জন্য বলা হয়েছে। নিজেদের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও মন্তব্য করেননি আমেরিকান দুই ফাইটার। 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!