AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসাসুনাকে হারিয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৪ এএম, ২৮ মার্চ, ২০২৫
ওসাসুনাকে হারিয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা

শুরু থেকেই ওসাসুনার রক্ষণে প্রবল চাপ তৈরি করতে থাকে কাতালানরা। আক্রমণাত্মক ফুটবলে সহজ জয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল হান্সি ফ্লিকের দল। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে একপেশে ম‍্যাচে ৩-০ ব‍্যবধানে জিতেছে বার্সেলোনা। ফেররান তোরেস দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। আর বদলি নেমে হেডে চমৎকার গোলে ফল নিয়ে সব অনিশ্চিয়তার ইতি টানেন রবার্ট লেভানদোভস্কি।

প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার ঘরের মাঠে মধুর প্রতিশোধ নিল তারা। ২৮ ম‍্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ, ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরেই আছে ওসাসুনা।

এদিন ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে ওসাসুনাকে ভীষণভাবে চেপে ধরে বার্সেলোনা। গোলও পেয়ে যায় দ্রুত। একাদশ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের রক্ষণ চেরা পাস পেয়ে চলতি বলেই ক্রস করেন আলেহান্দ্রো বাল্দে। দুই জনের কড়া পাহারার মধ‍্যেই ছুটে গিয়ে স্লাইডে জাল খুঁজে নেন তোরেস।

Barcelona vs Osasuna, La Liga: Final Score 3-0, Barça return from  international break with crucial win at home - Barca Blaugranes

তিন মিনিট পর ব‍্যবধান বাড়ানোর দারুণ সুযোগ নষ্ট করেন তোরেস। লামিনে ইয়ামালের দারুণ পাসে গোলরক্ষক সার্জিও এররেরাকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ থাকেনি বার্সার। বেশ নাটকীয়তার পর ২১তম মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো।

কিন্তু গোল করার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ওলমো। মৌসুমে তৃতীয়বারের মতো চোট পেয়ে ২৭তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। বদলি নামেন ফের্মিন লোপেজ। ২৯তম মিনিটে পেদ্রির ক্রসে খুব কাছ থেকে ঠিক মতো শট নিতে পারেননি তোরেস। দুই মিনিট পর ইয়ামালের আড়াআড়ি শট বেরিয়ে যায় দূরের পোস্টের কাছ দিয়ে।

৩৯তম মিনিটে একটুর জন‍্য জালের দেখা পাননি তোরেস। তার চমৎকার ফ্রি কিক ব‍্যর্থ হয়ে যায় ক্রসবারে লেগে। একই ছন্দে শুরু করা দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনাই। ৪৭তম মিনিটে শট লক্ষ‍্যে রাখতে পারেননি পেদ্রি। পরের মিনিটে কর্নার থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ওসাসুনা ডিফেন্ডার হোর্হে এররান্দো।

৫৬তম মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন তোরেস। খুব কাছ থেকে আরও একটি শট লক্ষ‍্যে রাখতে ব‍্যর্থ হন তিনি। ৬০তম মিনিটে ওসাসুনা ফরোয়ার্ড মোই গোমেস বদলি নামার পরের মিনিটে সুযোগ পান। চমৎকার স্লাইডে কর্নারের বিনিময়ে তার শট ফিরিয়ে দেন এরিক গার্সিয়া। তবে আক্রমণাত্মক ফুটবলে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

৭৭তম মিনিটে চমৎকার পাল্টা আক্রমণে ব‍্যবধান বাড়ায় বার্সেলোনা। নিজেদের ডি বক্সের সামনে থেকে বাড়ানো বল ধরে লোপেজ দারুণ ক্রসে খুঁজে নেন লেভানদোভস্কিকে। অসাধারণ হেডে বাকিটা সারেন ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার। চলতি আসরে এটি তার ২৩তম গোল। এরপর আর কোনো গোল না হলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।

একুশে সংবাদ/ এস কে

Link copied!