AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঠে নেমেই ছক্কার হ্যাটট্রিক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৫ পিএম, ২৮ মার্চ, ২০২৫
মাঠে নেমেই ছক্কার হ্যাটট্রিক

ব্য়াটের হাত মন্দ নয়, একথা সবার জানা। তবে প্যাট কামিন্স আরও একবার বুঝিয়ে দিলেন, আইপিএলের মতো টুর্নামেন্টে কতটা কার্যকরী তিনি। হতে পারে উপ্পলের রানের খনিতে বল হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি প্রথম দু‍‍`ম্যাচে। তবে সানরাইজার্স দলনায়ক বৃহস্পতিবার ব্যাট হাতে দলের পারফর্ম্যান্সে উল্লেখযোগ্য অবদান রাখেন।

বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মোটে ৪টি বল ক্রিজে স্থায়ী হন প্যাট কামিন্স। তিনি টানা ৩টি বলে ছক্কা হাঁকান এবং চতুর্থ বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। ইনিংসের ১৬.৫ ও ১৬.৬ ওভারে শার্দুলের বলে পরপর ২টি ছয় মারেন কামিন্স। ১৭.২ ওভারে পুনরায় স্ট্রইকার প্রান্তে এসে আবেশ খানের বলে ছক্কা হাঁকান তিনি। ১৭.৩ ওভারে আবেশের বলেই আউট হন অজি তারকা। অর্থাৎ, ৪ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন কামিন্স। 

উল্লেখযোগ্য বিষয় হল, এমন সংক্ষিপ্ত ইনিংস খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনি, নিকোলাস পুরান, সুনীল নারিনদের সঙ্গে আইপিএলের এলিট লিস্টে জায়গা করে নেন কামিন্স। আইপিএলের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে ক্রিজে নেমে প্রথম তিন বলেই ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলেন কামিন্স।

আইপিএলে নিজের প্রথম ৩ বলে ছক্কা হাঁকানো ব্যাটাররা
১. সুনীল নারিন- শারজায় ২০২১ আইপিএলে আরসিবির বিরুদ্ধে ম্যাচে কেকেআরের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নামেন সুনীল নারিন। মাঠে নেমেই ড্যান ক্রিশ্চিয়ানের বলে পরপর ৩টি ছক্কা মারেন ক্যারিবিয়ান তারকা।

২. নিকোলাস পুরান- হায়দরাবাদে ২০২৩ আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে লখনউয়ের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। তিনি মাঠে নেমেই অভিষেক শর্মার বলে পরপর ৩টি ছক্কা মারেন।

৩. মহেন্দ্র সিং ধোনি- ওয়াংখেড়েতে ২০২৪ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। ইনিংসের শেষ ওভারে মাঠে নেমেই হার্দিক পান্ডিয়ার বলে পরপর ৩টি ছক্কা হাঁকান ধোনি।

৪. প্যাট কামিন্স- হায়দরাবাদে ২০২৫ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্সের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নামেন প্যাট কামিন্স। তিনি মাঠে নেমেই শার্দুল ঠাকুরের বলে ২টি ও পরের ওভারে আবেশ খানের বলে ১টি ছক্কা মারেন।

কামিন্সের এমন লড়াকু প্রয়াস সত্ত্বেও উপ্পলে লখনউয়ের কাছে হেরে যায় হায়দরাবাদ। সানরাইজার্সের ৯ উইকেটে ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে লখনউ ৫ উইকেটে ১৯৩ রান তুলে ম্যাচ জিতে যায়।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!