AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাসায় ফিরেছেন তামিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:০১ পিএম, ২৮ মার্চ, ২০২৫
বাসায় ফিরেছেন তামিম

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন।বিসিবির একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির সেই চিকিৎসক বলেন, ‍‍`বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।‍‍`  

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। দু’বার হার্ট অ্যাটাকের পর পরীক্ষা করলে তার হার্টে ব্লক ধরা পড়ে, তাতে রিং পরানোর পর সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থতার পথে। তামিমকে ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয়।

২৭ মার্চ এক সংবাদ সম্মেলনে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন চিকিৎসকরা। সেখানে তামিম খুবই ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান তারা। সেই সাথে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে জীবনযাপনের ধরনে পরিবর্তন আনার কথাও বলেছিল চিকিৎসকরা।

এবার ২৮ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম। তবে খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৩-৪ মাস পরে মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা করে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবাল বর্তমানে চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। বিপিএলের সর্বশেষ দুই আসরে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে জিতেছেন টুর্নামেন্টের শিরোপা। এবারের ডিপিএলে খেলছিলেন মোহামেডানের হয়ে। তবে হুট করে অসুস্থ হয়ে ডিপিএলের এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না তামিমের, এইটুকু অন্তত নিশ্চিত।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!