AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যস্ত সূচি নিয়ে অসন্তুষ্টি বার্সেলোনার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০৭ পিএম, ২৮ মার্চ, ২০২৫
ব্যস্ত সূচি নিয়ে অসন্তুষ্টি বার্সেলোনার

ওসাসুনার বিপক্ষে শুক্রবার লা লিগায় ৩-০ গোলে জয়ী হবার পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বছর জুড়ে ব্যস্ত সূচি নিয়ে অসনন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে দলের তারকা মিডফিল্ডার ডানি ওলমো ইনজুরির কারণে প্রথমার্ধে মাঠ ছাড়তে বাধ্য হলে বার্সা শিবিরে দুঃশ্চিন্তা নেমে আসে।

এর আগে বার্সেলোনার দলীয় চিকিৎসক কার্লেস মিনারার আকস্মিক মৃত্যুতে এ মাসের শুরুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছিল। এরপর আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই একদিনের মধ্যে কাতালান জায়ান্টদের মাঠে নামতে হয়েছে। যদিও পুন:নির্ধারিত তারিখ নিয়ে দুই দলই আপত্তি জানিয়েছিল।

ফেরান তোরেস, ওলমো ও রবার্ট লিওয়ানদোস্কির গোলে বার্সেলোনা সহজ জয়ে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে। এই মুহূর্তে তিন পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। কিন্তু সবকিছুর পরেও ওলমোর ইনজুরি দলকে দু:শ্চিন্তায় ফেলেছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- আগামী দুই থেকে তিন সপ্তাহ ওলমোকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

কাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন ফ্লিক বলেছেন, ‘আজ আমরা মৌসুমের অন্যতম সেরা ম্যাচ খেলেছি। যদিও এই ম্যাচ খেলার এটা সঠিক তারিখ নয়। আন্তর্জাতিক বিরতির পর আরো কিছুদিন সময় পাওয়া উচিৎ ছিল। যদিও তিন পয়েন্ট পেয়েছি, কিন্তু ওলমোর ইনজুরি আমাদের আরো পিছিয়ে দিবে। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা কবে নাগাদ তিনি ফিরতে পারবেন। যদি দুই সপ্তাহের জন্য বাইরে থাকতে হয় তবে এর মধ্যে আমাদের অনেক ম্যাচ রয়েছে। আর তিন সপ্তাহ বা তারও বেশী হলেতো কথাই নেই। পরিস্থিতি মোটেই ভাল নয়। তিন পয়েন্টের বিনিময়ে ওলমোর এই ইনজুরি আমাদের ভোগাবে।’

মঙ্গলবার আর্জেন্টিার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে খেলা রাফিনহা কাল বার্সা দলে ছিলে না। তবে উরুগুয়ের থেকে ফেরা রোনাল্ড আরাউজো বদলী বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।

গত ২০ দিনে এনিয়ে সাতটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। রোববার আবারো লা লিগায় জিরোনার মোকাবেলা করবে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকে জিরোনার ম্যাচের আগ পর্যন্ত ৬৪ ঘন্টা সময় হাতে পাবে ফ্লিকের দল।

ব্যস্ত সূচী নিয়ে ফ্লিক আরো বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড়দের কথা শোনা উচিৎ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি কোচদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। এবারের গ্রীষ্মে ক্লাবগুলোর জন্য বিশ্বকাপ রয়েছে। এছাড়া নেশন্স লিগ, আন্তর্জাতিক বিরতিও রয়েছে। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে ক্লাব বিশ্বকাপের কোন অর্থ নেই। এখান থেকে প্রচুর অর্থ আয় করা যায়, কিন্তু খেলোয়াড়দের জন্য এই ধরনের প্রতিযোগিতা বাড়তি সমস্যা যোগ করে। সমর্থকরা চায় তাদের প্রিয় খেলোয়াড় যেন মাঠে শতভাগ দিতে পারে।

বার্সার তারকা ডিফেন্ডার জুলেস কুন্ডে রোবার নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পুরো ১২০ মিনিট মাঠে ছিলেন। ফ্লিকের কথার সাথে সহমত পোষণ করে কুন্ডে বলেছেন,  ‘আজকের ম্যাচের তারিখ বাছাই মোটেই ভাল সিদ্ধান্ত হয়নি। এটা স্বাভাবিক নয়। বার্সা ও ওসাসুনা উভয় ক্লাবেই আন্তর্জাতিক খেলোয়াড় রয়েছেন। তাদের পক্ষে এভাবে খেলা সম্ভব নয়। আমরা মেশিন নই, এভাবে খেললে সবসময় শতভাগ দেয়া সম্ভব নয়।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!