AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জয় শাহ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৪ পিএম, ২৮ মার্চ, ২০২৫
ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জয় শাহ!

আইসিসি প্রধান জয় শাহ ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জায়গা পেলেন। ভারতের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় জয় শাহ ২৪তম স্থানে জায়গা পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর প্রধান জয় শাহ ভারতের ১০০ জন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় ২৪ নম্বর স্থানে উঠে এসেছেন। এর ফলে গত বছরের তুলনায় ১১ ধাপ এগিয়ে এসেছেন জয় শাহ।

জয় শাহের পাশাপাশি নীতা আম্বানি ও বিশ্বনাথন আনন্দও এই তালিকায় স্থান পেয়েছেন। নীতা আম্বানি, যিনি ভারতের অলিম্পিক প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মুখ এবং দেশের ক্রিকেট ও ফুটবলে বিশাল প্রভাবশালী, তিনি ২৬তম স্থানে রয়েছেন। অন্যদিকে, বিশ্বনাথন আনন্দ, যিনি বর্তমানে ফিডে (FIDE)-এর ডেপুটি প্রেসিডেন্ট, তিনি ৩৬তম স্থানে রয়েছেন।

গত ছয় বছর ধরে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণের পর, এখন আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে ক্ষমতাধর প্রশাসক হিসেবে আবির্ভূত হয়েছেন। সাম্প্রতিক সময়ে আইসিসি নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও, জয় শাহের প্রভাব ও নেতৃত্ব বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক ও পরিচালনাগত দিকগুলিকে আরও সুসংগঠিত করবে বলে আশা করা হচ্ছে।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জয় শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ভারত কেবল বিশ্ব ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতেও (IOC) প্রভাব বিস্তারের সুযোগ পাবে।

জয় শাহ এখন ক্রিকেটকে অলিম্পিকে জায়গা করে দেওয়ার জন্য মূল দায়িত্বে থাকলেও, তার পরবর্তী বড় চ্যালেঞ্জ হবে দ্বিপাক্ষিক (বাই-ল্যাটারাল) ক্রিকেট সিরিজের গুরুত্ব ধরে রাখা। জয় শাহের বাবা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই তালিকায় ২ নম্বরে রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর পরেই। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!