AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেলেন ব্রাজিল তারকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪১ পিএম, ২৮ মার্চ, ২০২৫
কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেলেন ব্রাজিল তারকা

২০২২ সালের ডিসেম্বরে নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ব্রাজিলের সাবেক রাইটব্যাক দানি আলভেসের বিরুদ্ধে। লম্বা শুনানির পর গত বছরের ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করে আদালত চার বছর ছয় মাসের জেলের সাজা দিয়েছিলেন। কিন্তু আজ সে রায় পাল্টে গেল। আপিএলের পর স্প্যানিশ আদালত দানি আলভেসকে নির্দোষ বলে রায় দিয়েছেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনের আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিল আলভেসকে। তবে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এবং আপিল করেন। 

শুক্রবার উচ্চ আদালত জানায়, দানি আলভেসের দোষী হওয়ার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। ফলে তার বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল করা হয়েছে।

আলভেসের আইনজীবী ইরেন গুয়ার্দিওলা রায়ের পর বলেন, ‘আমরা খুশি, অবশেষে ন্যায়বিচার হয়েছে। এটা প্রত্যাশিত ছিল। দানি আলভেস নির্দোষ, সেটা প্রমাণিত হলো।’

এদিকে, তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। ফলে চাইলে তিনি স্পেন ছাড়তে পারবেন। বার্সেলোনার হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লা লিগা সহ অসংখ্য শিরোপা জিতেছেন দানি আলভেস। খেলেছেন পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে। জাতীয় দলের হয়ে ২টি কোপা আমেরিকা ও ১টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।

তবে ২০২২ সালের ঘটনাটি তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসে। মেক্সিকান ক্লাব পুমাস তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে।স্পেনের আদালতের দেওয়া নতুন রায় এখনো চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে আপাতত দানি আলভেস মুক্ত এবং তার বিরুদ্ধে থাকা শাস্তি প্রত্যাহার করা হয়েছে। এখন দেখার বিষয়, এই মামলা ভবিষ্যতে নতুন মোড় নেয় কিনা!

আলভেস অবশ্য শুরু থেকেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে এসেছিলেন। আজ আদালত জানিয়েছেন, বার্সেলোনা, পিএসজি, ইউভেন্তুসে খেলা সাবেক এই তারকার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি, যা আলভেসের ‘প্রমাণ হওয়ার আগ পর্যন্ত নির্দোষ’ ভিত্তিকে পাল্টাতে পারে।

গত বছরের মার্চেই অবশ্য জামিনে বেরিয়ে গিয়েছিলেন আলভেস। তখন উচ্চ আদালতে আপিল করে রেখেছিলেন। সেটির রায় এল আজ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!