AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ মাতিয়ে শেফিল্ড ইউনাইটেডেও হামজার দুর্দান্ত প্রত্যাবর্তন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১১ এএম, ২৯ মার্চ, ২০২৫
বাংলাদেশ মাতিয়ে শেফিল্ড ইউনাইটেডেও হামজার দুর্দান্ত প্রত্যাবর্তন

বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি।এরপর তিনি ফিরে গেছেন ইংল্যান্ডে। সেখানেও ফর্মটা ধরে রেখেছেন হামজা। যার ফল হামজার দল শেফিল্ড ইউনাইটেডও পেয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) রাতে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই জয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ক্রিস ওয়াইল্ডারের শিষ্যরা। লিগে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে শেফিল্ড। এক ম্যাচ কম খেলা লিডস ইউনাইটেড ৮০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৩৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে কভেন্ট্রি।  

এদিনের ম্যাচটা অন্যরকম একটা অনুভূতিও দিয়ে গেছে হামজাকে। এর আগ পর্যন্ত ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে তিনি পা রেখেছেন, তবে তখন পরিচয়টা ছিল ভিন্ন। ম্যাচটা আলাদা, কারণ এবার তার নামের পাশে যোগ হয়ে গেছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ তকমাটা। হামজা আজ শুরু থেকেই খেলেছেন শেফিল্ডের হয়ে। ৮৮ মিনিটে তাকে তুলে নিয়েছেন কোচ ক্রিস ওয়াইল্ডার।

আগের দুটো ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডারকে কোচ খেলিয়েছিলেন রাইটব্যাক হিসেবে। তবে কভেন্ট্রির বিপক্ষে তাকে কোচ খেলান তার সহজাত ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকায়। সে দায়িত্বটা তিনি ভালোভাবেই পালন করেছেন। তার দল যে একটা গোল হজম করেছে, সেটা তার উঠে যাওয়ার পর।

পুরো ম্যাচে তিনি পাস ইন্টারসেপ্ট করেছেন ৪টি, শটও ব্লক করেছেন একটি। দুটো ট্যাকলের একটা সফল ছিল। পাস খেলেছেন ৩১টি, যার ৮০ শতাংশ ছিল নিখুঁত। তিনটি লং বলের দুটো ছিল নির্ভুল। ভাগ্যে থাকলে গোলও পেতে পারতেন, তার অন টার্গেট শট ছিল একটা। ম্যাচের ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে তার নেওয়া শটটা দারুণভাবে ঠেকান কভেন্ট্রি গোলরক্ষক।


একুশে সংবাদ/ এস কে

Link copied!