জন্ম নিয়েছিলেন পাকিস্তানে। তবে, আন্তর্জাতিক অভিষেক হলো সেই দেশেরই বিপক্ষে। সাদামাটা অভিষেক নয়, একেবারে রঙিন। নিউজিল্যান্ডের হয়ে মুহাম্মাদ আব্বাস নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে গড়েছেন বিশ্বরেকর্ড, ভেঙে দিয়েছেন যৌথভাবে ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের কীর্তি।
শনিবার (২৯ মার্চ) নেপিয়ারের ম্যাকলিন পার্ক ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক কিউইদের মুখোমুখি হয় মোহাম্মদ রিজওয়ানের দল।
ব্যাট করতে নেমে অভিষেকেই ওয়ানডের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন আব্বাস। ফিফটি তুলতে বল খেলেছেন মাত্র ২৪টি। আর তাতেই বিশ্বরেকর্ড হয়ে গেছে আব্বাসের। ওয়ানডে অভিষেকে দ্রুততম অর্ধশতক এখন তার, যেটির আগের রেকর্ড ছিল ২৬ বলে।
ইনিংসের ৪২ তম ওভারে উইকেটে আসা আব্বাস ফিফটি তুলে নেন দুই বল বাকি থাকতে। ২৪ বলে ফিফটি করা এ ব্যাটার ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ২৬ বলে ৫২ রান।
উল্লেখ্য, লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। জাতীয় দলে ডাক পাওয়ার আগে সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। প্রায় ৩৫ গড়ে আব্বাস রান করেছেন ৪৫৪, উইকেট পেয়েছেন ৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২১টি। সেখানে ৬টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :