চিপকের মাঠে ১৭ বছর পর জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই জয়ের পর আনন্দে নাচলেন বিরাট কোহলি। মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে জিতে সাজঘরে নাচতে দেখা গেল তাকে।
শুক্রবার চেন্নাইকে ৫০ রানে হারিয়ে দেয় বেঙ্গালুরু। ২০০৮ সালের পর এই প্রথম চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেন কোহলিরা। চিপকে এর আগে টানা আটটি ম্যাচে হারতে হয়েছিল তাদের। ৩৬ বছরের কোহলির মাঠের ভিতরে এবং বাইরে আবেগের বহিঃপ্রকাশ প্রায়ই দেখা যায়। চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে তেমনটাই দেখা গেল। বেঙ্গালুরুর লাল জ্যাকেট পরে সাজঘরে নাচলেন তিনি। দলের বাকিরাও যোগ দেন। পুরো দলই যে বেশ খোশমেজাজে রয়েছে তা বুঝিয়ে দিচ্ছিল ওই নাচ।
ব্যাট হাতে কোহলি ৩০ বলে ৩১ রানের বেশি করতে পারেননি। ১৩তম ওভারে নুর আহমেদের বলে আউট হয়ে যান তিনি। তবে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলে নেয়। কৃতিত্ব দিতে হবে অধিনায়ক রজত পটীদারকে। তিনি অর্ধশতরান করেন। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাবে চেন্নাই শেষ হয়ে যায় ১৪৬ রানে।
জয়ের পর পটীদার বলেন, “আমি চাইছিলাম ২০০ তুলতে। তা হলে সহজে রান তাড়া করতে পারত না ওরা। ঠিক করেছিলাম যত ক্ষণ ক্রিজে থাকব প্রতিটা বল কাজে লাগাব।”
তার সংযোজন, “চিপকে জেতা সব সময় বিশেষ অনুভূতির। এই পিচে ভালই রান তুলতে পেরেছি আমরা। কারণ চার-ছয় মারা সহজ ছিল না।”
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :