AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করলো ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৫ পিএম, ২৯ মার্চ, ২০২৫
কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করলো ব্রাজিল

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১ গোলে বিধ্বস্ত হবার তিনদিন পর কোচ ডোরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিল। কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল (সিবিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘ডোরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের কোচের দায়িত্বে নেই। ব্যবস্থাপনা কমিটি সবকিছুর জন্য ডোরিভালকে ধন্যবাদ ও তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’

৬২ বছর বয়সী ডোরিভাল ২০০৪ সালের জানুয়ারিতে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অন্তর্বর্তীকালীণ কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের একের পর এক ব্যর্থতায় অনেকটা দায়ভার ডোরিভালের উপর এসে পড়েছে।  

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। বতর্মান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে সেলেসাওরা। ইতোমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এছাড়া ইকুয়েডর ও উরুগুয়েল থেকেও পিছিয়ে রয়েছে ব্রাজিল। এই অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলতে আগামী ৪ জুন ইকুয়েডর সফর ও ৯ জুন ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথ্য দিবে ব্রাজিল। 

মঙ্গলবার বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হবার পরই কার্যত ডোরিভালের বিদায়মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে ডোরিভাল নিজেও স্বীকার করেছিলেন, ‘আজ আমরা যা দেখেছি তা কেউই প্রত্যাশা করেনি। এর পুরো দায়ভার আমার।’

ফ্ল্যামেঙ্গো ও সাও পাওলোর হয়ে ক্লাব ফুটবলে কোচিংয়ের পর জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন ডোরিভাল। রিয়াল মাদ্রিদের ইতালিয়ন কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলে আসার কথা ছিল। কিন্তু মাদ্রিদ বস সেই প্রস্তাব প্রত্যাখান করলে এক মাসের জল্পনা কল্পনার পর ডোরিভাল নতুন কোচ হিসেবে নিয়োগ পায়।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবী ডোরিভালের পরিবর্তে আবারো আনচেলত্তি কিংবা সৌদি ক্লাব আল হিলালের পর্তুগীজ কোচ জর্জ জেসুসও এগিয়ে রয়েছেন। এছাড়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে বেশ কিছু শিরোপা জয় করা আরেক পর্তুগীজ আবেল ফেরেইরারও নাম শোনা যাচ্ছে।

শুক্রবার অবশ্য আনচেলত্তি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন ২০২৬ সালের জুন পর্যন্ত মাদ্রিদের সাথে তার চুক্তির মেয়াদ আছে। এই সময়টাকে তিনি সম্মান জানাতে চান। যদিও ব্রাজিল, এর খেলোয়াড় ও সমর্থকদের প্রতি সবসময়ই আলাদা একটি টান তিনি অনুভব করেন।

টিনএজার তারকা এনড্রিকের গোলে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ডোরিভালের ব্রাজিল দলের সাথে যাত্রা শুরু হয়েছিল। ২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিল নক আউট পর্ব থেকে বিদায় নেয়। গ্রুপ পর্বে ব্রাজিল মাত্র একটিতে জয় ও দুটিতে ড্র করেছিল। এরপর কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাথে পেনাল্টিতে পরাজিত হয়ে বিদায় নেয়। এই আসরে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল।

এরপর বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে ও ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে ব্যর্থতার পরিচয় দেয়। একের পর এক এসব ব্যর্থতায় দলের তারকা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, রাফিনহাদের সঠিকভাবে পরিচালনা না করার দায়ভার বর্তায় ডোরিভালের ওপর। আর এ কারনে সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে ডোরিভালকে।ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে ইনজুরির কারণে দলে না পাওয়া ছিল ডোরিভালের জন্য সবচেয়ে দূর্ভাগ্যের।

ডোরিভালের পরিবর্তে যেই আসুক না কেন তার মূল চ্যালেঞ্জ হবে ২০১৯ কোপা আমেরিকার পর কোন শিরোপা না পাওয়া ব্রাজিলকে আবারো শিরোপার দাবীদার হিসেবে প্রমাণ করা।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!