AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করলেন জাহানারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৩ পিএম, ২৯ মার্চ, ২০২৫
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করলেন জাহানারা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। জাতীয় দলে খেলার জন্য এখনো মানসিকভাবে প্রস্তুত নন বলে জানান তিনি। তার অনুরোধে বিসিবি তাকে চুক্তি থেকে বাদ দিয়েছে। 

অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা। চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পাবেন তিনি, তবে মার্চ থেকে তিনি আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না।

গত ৭ মার্চ বিসিবির নারী বিভাগ থেকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে, তিনি জানান যে এখনো খেলার মতো অবস্থায় নেই এবং কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে তিনি বিসিবিকে অনুরোধ করেন তাকে চুক্তি থেকে বাদ দিতে।

জাহানারা বলেন, আমি আরও আগেই জানিয়েছিলাম চুক্তিতে না রাখতে। কিছুদিন আগে বিসিবি থেকে মেইল করে জানতে চাওয়া হয়। আমি জানিয়েছি, এখনো জাতীয় দলে খেলার অবস্থা নেই। কিছু সময় লাগবে। আর চুক্তিতে যেন না রাখে সেটাও বলেছি।

বর্তমানে অস্ট্রেলিয়ায় সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে খেলতে গেছেন জাহানারা আলম। সেখানে ক্লাবটির হয়ে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!