AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বার্সাকে স্পর্শ রিয়ালের, রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৮ এএম, ৩০ মার্চ, ২০২৫
বার্সাকে স্পর্শ রিয়ালের, রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে

লা লিগায় আবারও পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে লসব্লাঙ্কোস। বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে রইলো আনচেলত্তি শীষ্যরা। 

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুদলেরই পয়েন্ট এখন ৬৩ করে। কিন্তু ২৯ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে কাতালান ক্লাবটি, তাই শীর্ষস্থানটি তাদের দখলেই। আজ লিগে নিজেদের ২৯তম ম্যাচে বার্সা মুখোমুখি হবে জিরোনার।

রিয়ালের ৩-২ গোলে জয়ের দুটিই কিলিয়ান এমবাপ্পের, এরমধ্যে একটি আবার করেছেন ফ্রি কিক নিতে গিয়ে। অন্য গোলটি জুদ বেলিংহ্যামের। লেগানেসের দুটি গোল দিয়েগো গার্সিয়া ও দানি রাবার।

সান্তিয়ানো বার্নাব্যুতে ৩২ মিনিটে এমবাপ্পের পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। ব্যবধান কমাতে এক মিনিটও লাগেনি সফরকারীদের, গার্সিয়ার গোল ব্যবধান ১-১ করে। সমতায় ফেরা দলটি প্রথমার্ধে লিডও নিয়ে নেয় রাবার ৪১ মিনিটের গোলে। কিন্তু জয়টা রিয়ালের ভাগ্যেই লেখা ছিল।

বিরতি থেকে ফিরেই জুদ বেলিংহ্যাম ব্যবধান সমান করেন। ৭৬ মিনিটে বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে শট নেন। ফ্রান গার্সিয়াকে একটু বাড়িয়ে দিয়ে নেওয়া শট সরাসরি জাল খুঁজে নেয়। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পের এটা ৩৩তম গোল, যা রিয়ালে রোনালদোর অভিষেক মৌসুমের গোলসংখ্যার সমান।

রোনালদোকে ধরা এমবাপ্পে ম্যাচশেষে বলেন, ‘৩৩ গোল করে রোনালদোকে ধরতে পেরে আমি খুব খুশি। আমরা জানি সে আমাদের কাছে কী। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা জেতা।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!